Sunday, May 11, 2025

কংগ্রেসের গা-ছাড়া মনোভাবে ইন্ডিয়ার ক্ষতি, নীতীশের মন্তব্যে জোটে আশঙ্কার মেঘ

Date:

২৪-এর লোকসভা নির্বাচনে জোট নিয়ে ইন্ডিয়া জোট নিয়ে যখন আশায় বুক বাঁধতে শুরু করেছে বিরোধী শিবির ঠিক সেই সময় অন্য সুর শোনা গেল নীতীশ কুমারের গলায়। কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার(Nitish Kumar) জানালেন, কংগ্রেসের (Congress) গাছাড়া ভাবের জন্য ক্ষতিই হচ্ছে ইন্ডিয়া (INDIA) জোটের। স্বাভাবিকভাবেই তাঁর মন্তব্য জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে।

বৃহস্পতিবার পাটনায় সিপিআইয়ের (CPI) সভায় যোগ দেন নীতীশ। সেখানেই নিজের বক্তব্যে বিরোধী জোট প্রসঙ্গে কংগ্রেসের কড়া সমালোচনা করলেন তিনি। নিজের বক্তব্যে নীতীশ জানান, দেশের বর্তমান অবস্থার বিরোধিতার জন্যই জোট গঠন হয়েছিল। এর পরেই আক্ষেপের সুরে বলেন, “কিন্তু জোটের অগ্রগতি হচ্ছে না। কংগ্রেস পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত। সব দল একমত হয়েছিল, কংগ্রেসই নেতৃত্ব দেবে। কিন্তু এখনও মনে হচ্ছে, বিধানসভা ভোটের পরেই পরবর্তী বৈঠকের বিষয়ে আগ্রহী হবে ওরা।”

তবে কংগ্রেসের সমালোচনা করলেও এদিন বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে ছাড়েননি বিহারের মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এখানেও হিন্দু-মুসলমান লড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু সুখের কথা হল, বিহার সাম্প্রদায়িক অশান্তি মুক্ত। একইসঙ্গে তিনি বলেন, “ওরা দেশের ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করছে। স্বাধীনতা সংগ্রামে ওদের যে কোনও অবদান নিয়ে তা লোকানোর চেষ্টা করছে।”

Related articles

সংঘর্ষ বিরতি লঙ্ঘন! পাকিস্তানকে প্রয়োজনে কড়া জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা: মিশ্রি

দায়িত্বশীল ভূমিকা পালন করে সংঘর্ষ বিরতি মানছে ভারত। কিন্তু চুক্তি ভেঙে কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের হামলা চালিয়েছে পাকিস্তান...

ফের পাক প্ররোচনা! সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, হামলায় শহিদ BSF সাব ইন্সপেক্টর

ফের সীমান্তে পাক প্ররোচনা। শনিবার বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও জম্মু-কাশ্মীরে গোলাবার্ষণ করছে পাকিস্তানি সেনা। ৩...

সংঘর্ষ বিরতির পরে আইপিএল-এর ভবিষ্যৎ কী: রবিবার বৈঠকে সিদ্ধান্ত

ভারত-পাকিস্তান সংঘাতের পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য সাময়িক স্থগিত করা হয়েছিল আইপিএল (IPL)। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া...

উত্তেজনার আবহে বাজারে টাস্কফোর্সের হানা!  মুখ্যমন্ত্রীর নির্দেশে কালোবাজারি রুখতে নজরদারি

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে রাজ্যে বাজারে জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী...
Exit mobile version