Monday, November 3, 2025

বাদশাহের জন্মদিনেই মন্নতের সামনে চূড়ান্ত উন্মাদনা! অনুরাগীদের সামাল দিতে লা.ঠিচার্জ পুলিশের

Date:

বৃহস্পতিবার অর্থাৎ ২ নভেম্বর ৫৮ বছরে পা দিলেন বলিউডের কিং অফ রোম্যান্স শাহরুখ খান (Shahrukh Khan)। প্রতিবছরই এই দিনটিকে কেন্দ্র করে অনুরাগীদের একটা আলাদা উন্মাদনা থাকেই। একবার নিজের প্রিয় হিরোকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে বা সামনাসামনি একবার দেখতে অপেক্ষা করে থাকেন বহু ভক্তরা। আর প্রতিবছরের মতো এবছরও বুধবার রাত থেকেই ‘মন্নত’-এর (Mannat) বাইরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য অনুরাগী। কিন্তু বৃহস্পতিবার দুপুরে সেই অনুরাগীদেরই মন্নতের সামনে থেকে সরাতে লাঠিচার্জ করল মুম্বাই পুলিশ (Mumbai Police)। তবে বলিউড বাদশাহের জন্মদিনে এমন ঘটনা একেবারেই নজিরবিহীন।

২ নভেম্বর শাহরুখের জন্মদিন উপলক্ষে বুধবার সন্ধে থেকেই মন্নতের সামনে জড়ো হয়েছিলেন অনুরাগীরা। রাত ১২টার সময় বারান্দা থেকে দেখাও দেন শাহরুখ। ভক্তদের উদ্দেশে তিনি হাত নাড়েন, শুভেচ্ছা পেয়ে উচ্ছ্বসিতও হন। তবে রাতের সেই কয়েক মিনিটের দর্শনে কী আর মন ভরে? বৃহস্পতিবার সকালে একটি অনুষ্ঠানের উদ্দেশে রওনা হচ্ছিলেন শাহরুখ। তখন বাদশাহের গাড়ি ঘিরে ধরারও চেষ্টা করেছিলেন কিছু অনুরাগী। পরিস্থিতি সামলাতে এক দল ভক্তের উপর লাঠিচার্জও করতে বাধ্য হয় মুম্বাই পুলিশ। যদিও কোনও অনুরাগী আহত হননি বলেই খবর।

তবে চলতি বছর যে শাহরুখের সেকথা আর বলার অপেক্ষা রাখে না। ‘পাঠান’ ও ‘জওয়ান’-র মতো ব্লকবাস্টার ছবির মাধ্যমে প্রত্যাবর্তন করেছেন বাদশাহ। বুঝিয়ে দিয়েছেন, পিকচার আভি বাকি হ্যায়। তবে এবার ‘ডাঙ্কি’-র মুক্তির অপেক্ষা। সেদিকে তাকিয়েই বুক বাঁধছেন শাহরুখ অনুরাগীরা।

 

 

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version