Monday, November 3, 2025

নভেম্বরের দ্বিতীয় দিনটা শাহরুখ খানের (Shahrukh Khan) জন্য বরাদ্দ। এদিন যেন শুধুই ‘রাহুল’ রাজ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বলিউডের বিনোদন জগতে। আজ ৫৮- তে পা দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। চলতি বছরের শুরু থেকেই ‘পাঠান’ খানের দাপট বছরের শেষেও ‘জওয়ান’ রূপে অপ্রতিরোধ্য। তাই মন্নত মালিকের জন্মদিনে (SRK Birthday Celebration) রাত থাকতেই সমর্থকদের উচ্ছ্বাস মেরিন ড্রাইভে। কিং খানের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শাহরুখের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাজিগরের জন্মদিন উপলক্ষে আজ মুক্তি পাচ্ছে তাঁর আসন্ন ছবির ‘ডাঙ্কি’র টিজার। এই ছবিতে প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে কাজ করতে চলেছেন শাহরুখ খান (SRK)। ঠিক সকাল ১১ টায় আসতে চলেছে ছবির প্রথম ঝলক।

নিজের জন্মদিনে বলিউডের তাবড় তাবড় তারকাদের নিয়ে গালা পার্টি দিতে চলেছেন শাহরুখ খান। এ বছরে জন্মদিনটা সত্যিই কিং খানের কাছে স্পেশাল। গত পাঁচ বছরে একাধিক সমালোচনা মুখ বুজে সহ্য করার পর, রাজকীয় কামব্যাক করেছেন বাদশা। বলিউডের ঘুমন্ত বক্স অফিসে প্রাণ সঞ্চার করা থেকে শুরু করে একের পর হিট ছবি দর্শকদের উপহার দিয়ে তাক লাগিয়েছেন তিনি। গতকাল রাত ১২ টা বাজার পর থেকেই মন্নতের (Mannat) বাইরে শুরু হয় সেলিব্রেশন। SRK ফ্যান ক্লাবগুলোর তরফে আজ সারাদিন একাধিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে বাংলা তথা দেশজুড়ে। তবে বহু বছর পর জন্মদিনের গালা পার্টি (Gala Party) দিতে চলেছেন কিং খান নিজেই। MMACC-তে আজ এই বিশেষ পার্টির আয়োজন করা হয়। সলমন খান, আমির খান, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, রণবীর সিং, নয়নতারা, করণ জোহার, আলিয়া ভাট সহ বলিউডের সতীর্থদের ঝলমলে উপস্থিতি আজকের অন্যতম বিশেষ আকর্ষণ। যদিও শাহরুখের জন্য কোনও উপহার আনা যাবে না বলে আগেই বলিউডের রোমান্টিক আইকন জানিয়ে দিয়েছিলেন।

এদিকে আবার রাতভোর শাহরুখের বাড়ির সামনে নানা মুডে নানা মেজাজে SRK ফ্যানদের সেলিব্রেশন ছিল চোখে পড়ার মতো। কলকাতাতেও শাহরুখের অফিসিয়াল ফ্যান ক্লাবের তরফে বেলা এগারোটা থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আবার প্রিয়া সিনেমা হলে দুপুর তিনটে থেকে জমজমাট কেক কাটিং সেরেমনি হবে বলে খবর।


Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version