Sunday, November 9, 2025

আজ বিশ্বকাপে ভারতের সামনে শ্রীলঙ্কা, সাতে সাত লক্ষ‍্য টিম ইন্ডিয়ার

Date:

আজ বিশ্বকাপের পরবর্তী ম‍্যাচে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। চলতি বিশ্বকাপে ভারতীয় ব্যাটিংয়ের সুর-তাল ইনিংসের শুরুতেই বেঁধে দিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা। পরের দিকের ব‍্যাটারদের কাজটা সহজ করে দিচ্ছেন তিনি। বৃহস্পতিবার নিজের ঘরের মাঠ ওয়াংখেড়েতে নামছেন রোহিত। সেখানেও ভারতীয় ইনিংসের শুরুতে ব্যাট হাতে ঝড় তুলতে চান হিটম্যান। ম‍্যাচের আগে এমনটাই জানালেন ভারত অধিনায়ক।

বৃহস্পতিবার বিশ্বকাপে সাতে সাত করার লক্ষ্যে নামার আগে রোহিত বললেন, “ব্যাটসম্যান হিসেবে আমার ফোকাস থাকে দলের প্রয়োজনীয়তার উপর। দল প্রয়োজন মেনেই ব্যাট করি। নিজেকে নিয়ে কখনও ভাবি না।” বিশ্বকাপে নিজের দুরন্ত ফর্ম নিয়ে রোহিত আরও বলেন, “আমি নিজের ব্যাটিং উপভোগ করছি। দলকে ভাল জায়গায় রাখার উদ্দেশ্য নিয়েই ক্রিজে আসি। শুরুতেই আমার দলের জন্য একটা ছন্দ তৈরি করে দেওয়ার লক্ষ্য থাকে। এই কাজটা ঠিকঠাক করতে পারলাম কি না, সেটাই গুরুত্বপূর্ণ। ”

আইপিএল হোক বা দেশের জার্সি গায়ে চাপিয়ে, ওয়াংখেড়েতে প্রচুর ম্যাচ খেলেছেন। অনেক ভাল স্মৃতি রয়েছে তাঁর সঙ্গে। রোহিতের কাথায়, ওয়াংখেড়ে আমার কাছে স্পেশাল ভেনু। একজন ক্রিকেটার হিসেবে আমার যা কিছু শিক্ষা, সব এখানেই। ক্রিকেটের প্রতি মুম্বইকরদের ভালবাসার কোনও বিকল্প নেই। ওয়াংখেড়ে স্টেডিয়ামের মেজাজটাই আলাদা। এদিকে হার্দিক পান্ডিয়াকে বৃহস্পতিবারও পাওয়া যাবে না শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারত অধিনায়ক বলেন, “এই ম্যাচেও হার্দিক খেলবে না। ওর যা চোট সেটা নিয়ে আমরা প্রতিদিন পর্যবেক্ষণ করছি। আশা করছি, খুব দ্রুত ও ফিরবে।”

প্রতিপক্ষ শ্রীলঙ্কা এশিয়া কাপ ফাইনালে মহম্মদ সিরাজের বোলিং-এ মাত্র ৫০ রানে অলআউটের দুঃস্বপ্ন এখনও ভুলতে পারেনি। সেই হারের বদলা নয়, বরং বিপর্যয় থেকে অনুপ্রেরণা খুঁজছেন কুশল মেন্ডিসরা। লঙ্কা কোচ ক্রিস সিলভারউড বলেছেন, আমাদের ছেলেরা এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে হার থকে অনুপ্রেরণা খুঁজে নিতে পারে। আশা করি, এই ম্যাচে দুর্দান্ত লড়াই করবে দল।

আরও পড়ুন:ইডেনের টিকিট পাচ্ছেন না বিধায়করাই! ক্ষু.ব্ধ খোদ স্পিকার, সিএবিকে নোটিশ কলকাতা পুলিশের

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version