Monday, November 10, 2025

নির্ধারিত সময়ের আগেই সংসদে এথিক্স কমিটির বৈঠকে মহুয়া মৈত্র!

Date:

সকাল ১১ টা থেকে লোকসভায় বৈঠক শুরু। নির্ধারিত সময়ের দশ মিনিট আগেই সংসদে এথিক্স কমিটির বৈঠকে উপস্থিত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra)। বিজেপির তরফে টাকা নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ আনা হয়েছে সাংসদ মহুয়ার মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে। এর আগেই তিনি জানিয়েছিলেন যে এথিক্স কমিটির যেকোনও প্রশ্নের মুখোমুখি হতে তিনি প্রস্তুত। বিজেপি সরকার (BJP Government) বিরোধীদের মুখ বন্ধ করার জন্য একের পর এক নোটিশে জর্জরিত করে রাখতে চাইছে বলে পাল্টা অভিযোগ করেছিলেন সাংসদ। দিল্লি যাওয়ার আগেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানিয়ে মহুয়া বলেন, “রমেশ বিধুরিকে অনেকদিন আগে ডেকেছে তবে আজ অবধি তিনি আসেননি। আমি তো যাবই, এবং ওদের প্রত্যেকটা অভিযোগ ধরে ধরে দুরমুশ করব। অনেক হয়েছে।” সেই মতো আজ নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গেলেন মহুয়া।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে মহুয়া বলেন, “টাকা নেওয়ার কোনও কিছু প্রমাণ করতে পেরেছে ওরা। একজন মিথ্যা অভিযোগকারীকে নিয়ে আসা হয়েছে। যার কাছে কোনও তথ্য প্রমাণ নেই। যদি আমি টাকা নিতাম তবে FIR করে বিজেপি আমাকে জেলে ঢুকিয়ে দিত, এথিক্স কমিটিতে আনত না। ওরা শুধু চায় শীতকালিন অধিবেশনের জন্য সাসপেন্ড করে আমার মুখ বন্ধ করতে।” পাশাপাশিই এথিক্স কমিটিকে পাঠানো চিঠিতেও ‘আক্রমণাত্মক’ বক্তব্য পেশ করেছেন মহুয়া। চিঠিতে লিখেছেন, লোকসভার এথিক্স কমিটি গত দু’বছর ধরে একটিও বৈঠক করেনি! কিন্তু এই ক্ষেত্রে কমিটি এত দ্রুততা দেখাচ্ছে। সেই ‘গতি’ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি, কমিটিকে তার লক্ষ্মণরেখাও মনে করিয়ে দিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version