Saturday, August 23, 2025

নির্ধারিত সময়ের আগেই সংসদে এথিক্স কমিটির বৈঠকে মহুয়া মৈত্র!

Date:

সকাল ১১ টা থেকে লোকসভায় বৈঠক শুরু। নির্ধারিত সময়ের দশ মিনিট আগেই সংসদে এথিক্স কমিটির বৈঠকে উপস্থিত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra)। বিজেপির তরফে টাকা নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ আনা হয়েছে সাংসদ মহুয়ার মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে। এর আগেই তিনি জানিয়েছিলেন যে এথিক্স কমিটির যেকোনও প্রশ্নের মুখোমুখি হতে তিনি প্রস্তুত। বিজেপি সরকার (BJP Government) বিরোধীদের মুখ বন্ধ করার জন্য একের পর এক নোটিশে জর্জরিত করে রাখতে চাইছে বলে পাল্টা অভিযোগ করেছিলেন সাংসদ। দিল্লি যাওয়ার আগেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানিয়ে মহুয়া বলেন, “রমেশ বিধুরিকে অনেকদিন আগে ডেকেছে তবে আজ অবধি তিনি আসেননি। আমি তো যাবই, এবং ওদের প্রত্যেকটা অভিযোগ ধরে ধরে দুরমুশ করব। অনেক হয়েছে।” সেই মতো আজ নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গেলেন মহুয়া।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে মহুয়া বলেন, “টাকা নেওয়ার কোনও কিছু প্রমাণ করতে পেরেছে ওরা। একজন মিথ্যা অভিযোগকারীকে নিয়ে আসা হয়েছে। যার কাছে কোনও তথ্য প্রমাণ নেই। যদি আমি টাকা নিতাম তবে FIR করে বিজেপি আমাকে জেলে ঢুকিয়ে দিত, এথিক্স কমিটিতে আনত না। ওরা শুধু চায় শীতকালিন অধিবেশনের জন্য সাসপেন্ড করে আমার মুখ বন্ধ করতে।” পাশাপাশিই এথিক্স কমিটিকে পাঠানো চিঠিতেও ‘আক্রমণাত্মক’ বক্তব্য পেশ করেছেন মহুয়া। চিঠিতে লিখেছেন, লোকসভার এথিক্স কমিটি গত দু’বছর ধরে একটিও বৈঠক করেনি! কিন্তু এই ক্ষেত্রে কমিটি এত দ্রুততা দেখাচ্ছে। সেই ‘গতি’ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি, কমিটিকে তার লক্ষ্মণরেখাও মনে করিয়ে দিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version