Sunday, May 4, 2025

সাইবার প্রতারণার নয়া ফাঁদ সেক্সটরশন! পা দিলেই খোয়াতে হচ্ছে অর্থ, সম্মান দুটোই। রাজ্যের বিভিন্ন প্রান্তের মতোই জালিয়াতরা প্রতারণার ফাঁদ পেতেছে দেশ থেকে বিদেশ সর্বত্র। কীভাবে ঘটছে সেক্সটরশন? অভিযোগ, যৌনতার ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে মোটা টাকা দাবি করা হচ্ছে। টাকা না দিলে রেকর্ড করে রাখা গোপন মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে।

চলতি বছরের শুরুর দিকে, দিল্লি পুলিশ রাজস্থানের ভরতপুর থেকে এমনই অভিযোগে দুইজনকে গ্রেপতার করে। কেন্দ্রীয় জলশক্তি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলকে “যৌন কলের” অভিযোগে ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছিল। জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী একটি অজানা নম্বর থেকে একটি হোয়াটসঅ্যাপ ভিডিও কলের উত্তর দেওয়ার পরে যৌন হয়রানি শুরু হয়েছিল। ফোন করার সময় অপরাধীরা তাকে ব্ল্যাকমেল করার উদ্দেশ্যে একটি অশ্লীল ভিডিও চালায়। তবে মন্ত্রী দ্রুত কল কেটে দিয়ে ঘটনাটি পুলিশকে জানান। প্রসঙ্গত, এটি যৌন হয়রানির কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ভিডিও কলের জনপ্রিয়তার সাথে যৌন নির্যাতনের অপরাধ দ্রুতগতিতে বেড়েছে।

শুধু দিল্লি পুলিশ নয়, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)ও সেক্সটর্শন র্যাকেট সম্পর্কে সতর্কতা জারি করেছে। এফবিআই আমেরিকানদের সতর্ক করেছে যে অপরাধীরা এইভাবে ভয় দেখানো এবং ব্ল্যাকমেল করে টাকা আদায় করছে। জুলাই মাসে একটি সার্কুলারে, ব্যুরো বলেছে যে এটি সম্প্রতি সাইবার অপরাধীদের কাছে টাকা রোজগারের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তারা অনলাইন পোস্ট, ব্যক্তিগত বার্তা বা ভিডিও চ্যাট থেকে নেওয়া বিভিন্ন ছবিগুলিকে ব্ল্যাকমেলকরতে ব্যবহার করছে। অধিকাংশ ক্ষেত্রে সামাজিক সম্মান খোয়ানোর ভয়ে নির্দেশ অনুযায়ী টাকা দিচ্ছেন।এই বিষয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের আরও সতর্ক থাকতে বলা হয়েছে। অচেনা নম্বর থেকে কোনও ভিডিও কল ধরতে নিষেধ করা হচ্ছে। প্রয়োজনে দ্রুত পুলিশের সাইবার ক্রাইম বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version