Wednesday, August 20, 2025

ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার (Ind vs SA) ম্যাচ ঘিরে বাড়ছে উন্মাদনা। ক্রিকেটের নন্দনকাননে চলতি বিশ্বকাপে (CWC 2023) প্রথমবারের জন্য খেলতে চলেছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই লিগ টেবিলের শীর্ষে রোহিত ব্রিগেড। শহরে এসেছে দক্ষিণ আফ্রিকার প্লেয়াররা। তবে এসবের মধ্যেও বারবার করে জোরালো হচ্ছে টিকিটের কালোবাজারি নিয়ে অভিযোগ। রবিবার ইডেন গার্ডেন্সে উপস্থিত হন সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)। গোটা বিষয়টি জানার পর তিনি বলেন, এতে সিএবির (CAB) কিছু করার নেই কারণ সবটাই নিয়ন্ত্রিত হচ্ছে বিসিসিআই থেকে। এরই মাঝে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) বিধায়কদের টিকিট না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে চিঠি লিখেছিলেন স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়কে (Snehasish Ganguly)। CAB সভাপতি নিজের স্পিকারের সঙ্গে দেখা করেন বলেও খবর। এরপর বৃহস্পতিবারই ২৯৩ জন বিধায়কের জন্য টিকিট পাঠিয়ে দেওয়া হয় বিধানসভায়।

আগামী রবিবার অর্থাৎ ৫ নভেম্বর ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ ঘিরে একাধিক পরিকল্পনা রয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের। হাইভোল্টেজ অতিথি থেকে শুরু করে বিধায়কদের জন্যও টিকিট পাঠিয়ে দেওয়া হয়। স্পিকারে নির্দেশেই সেই টিকিট যায় বিধানসভার সচিব সুকুমার রায়ের কাছে। তিনি সেই টিকিট পাঠিয়ে দেন বিধানসভার TA DA সেকশনে। রাজ্যের বিধায়কেরা নিজেরা এসে অথবা তাঁদের স্বাক্ষর করা চিঠি নিয়ে এসে তাঁদের টিকিট তুলে নিয়ে পারবেন বিধায়কের প্রতিনিধি। আজ সকাল থেকেই টিকিট সংগ্রহ করা শুরু হয়েছে বলে বিধানসভার সচিবালয় সূত্রে জানা যাচ্ছে। CAB-কে ধন্যবাদ জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়।

Related articles

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব মেলেনি! ২৩ পুরসভার বিরুদ্ধে কড়া রাজ্য

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা না দেওয়ায় রাজ্যের ২৩ পুরসভার বিরুদ্ধে রাজ্য সরকার (State Government) কঠোর অবস্থান নিচ্ছে। পুর...

কীসের আক্রোশ গুজরাটের যুবকের? কেন মারলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়

পশুপ্রেমী রাজেশ বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে অস্থির ছিলেন। গুজরাটের রাজকোট থেকে সোজা চলে আসেন দিল্লি। এরপরই বুধবার সকালে...

জলমগ্ন মুম্বই, প্রবল বৃষ্টিতে ডুবল অমিতাভের বাংলো!

বৃষ্টি বিপর্যস্ত মুম্বইতে (Rain Disaster in Mumbai) বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাট - বাজার হাট থেকে রেল ট্র্যাকের একটা বড়...

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...
Exit mobile version