Wednesday, November 12, 2025

দিল্লি দূ.ষণ গু.রুতর, কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীর সন্ধান চেয়ে কটা.ক্ষ আম আদমি পার্টির!

Date:

যতদিন যাচ্ছে রাজধানীতে বায়ু দূষণের (Air Pollution) মাত্রা এতটাই বাড়ছে যে গুরুতর অবস্থা জারি করার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে করছেন পরিবেশবিদরা। কিন্তু কেন্দ্রের পরিবেশমন্ত্রী কোথায়? ভারতীয় রাজনীতির পিঠস্থান যে শহর, যা আবার দেশের রাজধানী সেখানে যদি এই অবস্থা হয়, তাহলে কেন্দ্রের বিজেপি সরকার (BJP Government) বাকি রাজ্যগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে কতটা ওয়াকিবহল? দিল্লি (Delhi) যখন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে তখন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী কোথায় আছেন প্রশ্ন ছুঁড়লেন আম আদমি পার্টির নেতারা (AAP Leaders)।

শুক্রবার দিল্লির বাতাসের গুণমান বিচার করে ‘গুরুতর প্লাস’ বিভাগের আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশ বিজ্ঞানীরা। ধোঁয়াশার ঘন স্তরে আচ্ছন্ন রাজধানীর বাতাস। সকাল থেকে দেখে মনে হচ্ছে নভেম্বরের শুরুতেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছে চারিদিক। বায়ু এতটাই বিষাক্ত যে শ্বাসকষ্ট চোখ জ্বালা ,গলা জ্বালা এবং অন্যান্য শারীরিক উপসর্গ দানা বাঁধছে।রাজধানীর বিষাক্ত বাতাসের কারণে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই ৩ এবং ৪ নভেম্বর দূষণের কারণে প্রাইমারি স্তরে সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। দিল্লি দূষণ নিয়ে সোজাসুজি কেন্দ্রীয় মন্ত্রীকে কাঠগড়ায় তুলেছেন আপ নেতা। যে কোনও রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে নিজেদের স্বার্থ রক্ষায় যেভাবে ঝাঁপিয়ে পড়ে গেরুয়া শিবির, সেই প্রসঙ্গে আপ মন্ত্রী গোপাল রাই (Gopal Rai) প্রশ্ন তুলেছেন, “রাজধানীর এইরকম অবস্থায় কোথায় আছেন কেন্দ্রীয়মন্ত্রী ভূপেন্দ্র যাদব? ভারতীয় জনতা পার্টির কি দায়বদ্ধতা নেই?” সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB) জানাচ্ছে, সামগ্রিক ভাবে বায়ুর গুণমান সূচক ছিল ৩৪৬ ।যদিও দিল্লির লোধী রোড, জাহাঙ্গীরপুরী, আর কে পুরম এবং বিমানবন্দর এলাকায় বায়ু দূষণ অত্যন্ত বেশি । সেখানে AQI লেভেল যথাক্রমে ৪৩৮, ৪৯১, ৪৮৬ এবং ৪৭৩। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) বাতাসের গুণমান উন্নত করতে লোধি রোড সহ বিভিন্ন এলাকায় জল ছেটানোর ব্যবস্থা করেছে। গোপাল রাই অভিযোগ করেছেন যে, দিল্লির দূষণ প্রতিবেশী রাজ্যগুলি থেকে আসা ধোঁয়ার কারণেই এই অবস্থায় পৌঁছেছে । তিনি বলেন, ” এই অবস্থার সমাধানের জন্য দিল্লি সরকারের সাথে সাথেই বিরোধী নেতৃত্ব এবং কেন্দ্রেরও জরুরি বৈঠক করা উচিত।”

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version