Sunday, November 9, 2025

আজকের দিনে কী ঘটেছিল জানেন কি?

Date:

Share post:

১৯৩৪
রুমা গুহঠাকুরতা
(১৯৩৪-২০১৯) এদিন কলকাতায় জন্মগ্রহণ করেন। বাবা সত্যেন ঘোষ এবং মা সতী ঘোষ সংস্কৃতি জগতের মানুষ ছিলেন। দেবব্রত বিশ্বাসের ছাত্রী রুমা সুগায়িকা ছিলেন। গান গেয়েছেন, ‘অমৃত কুম্ভের সন্ধানে’, ‘বাঘিনী’, ‘পলাতক’-সহ আরও বেশ কিছু বিখ্যাত ছবিতে। অভিনেত্রী হিসাবেও অত্যন্ত দক্ষ ছিলেন রুমা। সত্যজিৎ রায় থেকে তপন সিংহ, তরুণ মজুমদার থেকে রাজেন তরফদার— প্রত্যেকের ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন রুমা। ‘গঙ্গা’, ‘শাখাপ্রশাখা’, ‘আরোগ্য নিকেতন’, ‘আশিতে আসিও না’, ‘অভিযান’, ‘পলাতক’, ‘বাঘিনী’, ‘নির্জন সৈকতে’, ‘বালিকা বধূ’, ‘পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট’, ‘দাদার কীর্তি’, ‘হংসমিথুন’, ‘ত্রয়ী’, ‘৩৬ চৌরঙ্গী লেন’-সহ বহু ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুমা। ‘জোয়ার ভাটা’, ‘মশাল’, ‘আফসর’, ‘রাগ রং’-এর মতো হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি। কিশোরকুমারের প্রথম স্ত্রী। গায়ক অমিতকুমার রুমা গুহঠাকুরতা ও কিশোরকুমারের পুত্র।

১৮৬৬ দীনেশচন্দ্র সেন (১৮৬৬-১৯৩৯) এদিন ঢাকার সুয়াপুরে জন্মগ্রহণ করেন। খ্যাতনামা ইতিহাসকার, গবেষক ও পণ্ডিত। গ্রামবাংলার লুপ্তপ্রায় অপ্রকাশিত প্রাচীন পুঁথি সংগ্রহের উদ্দেশ্যে পদব্রজে গ্রামে গ্রামে ঘুরতেন। এইভাবে শ্রীকর নন্দীর মহাভারত, মানিক গঙ্গোপাধ্যায়ের ধর্মমঙ্গল প্রভৃতি আবিষ্কৃত ও প্রকাশিত হয়। প্রকাশিত হয় মৈমনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা। ১৮৯৬ সালে প্রকাশ পায় তাঁর ‘বঙ্গভাষা ও সাহিত্য’। বাংলায় এমএ পড়ানোর প্রস্তুতি হিসেবে উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায় দীনেশচন্দ্রকে দিয়ে অনেকগুলি বক্তৃতা দেওয়ান, যা পরে ইংরেজিতে গ্রন্থাকারে প্রকাশ পায়। হিস্টরি অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, দ্য বৈষ্ণব লিটারেচার অব মিডিয়াভ্যাল বেঙ্গল, চৈতন্য অ্যান্ড হিজ় কমপ্যানিয়নস, দ্য ফোক লিটারেচার অব বেঙ্গল, দ্য বেঙ্গলি রামায়নাজ়, বেঙ্গলি প্রোজ় স্টাইল ইত্যাদি বই বাংলা পঠনপাঠনের ভিত তৈরি করে দিয়েছিল।

১৯৯১ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র

(১৯০৫-১৯৯১) এদিন প্রয়াত হন। প্রখ্যাত বেতারশিল্পী, নাট্যকার, আবৃত্তিকার ও বংশীবাদক। ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানের সূত্রে কয়েক প্রজন্ম ধরে বাঙালির মাতৃ-আবাহনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। প্রাক-স্বাধীনতা যুগ থেকে সে-যাত্রাপথের শুরু। ‘বেতার জগৎ’ বিক্রি থেকে বেতারের জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছনোর দীর্ঘ পথেই কেটেছে তাঁর জীবনের আলো-ছায়া। ঘর নয়, কাজই ছিল তাঁর সর্বক্ষণের প্রিয় সঙ্গী। তবু অবসরের পরে তেমন আর্থিক সুবিধে পাননি। আক্ষেপ করেছেন, দুঃখ পেয়েছেন। তবু বেতারের সঙ্গ ছাড়েননি।

১৬১৮ আওরঙ্গজেব

(১৬১৮-১৭০৭) এদিন দাহোদে অর্থাৎ বর্তমান গুজরাটে জন্মগ্রহণ করেন। আসল নাম মুহল-উদ-দিন মুহম্মদ। শাহজাহান ও মুমতাজের তৃতীয় সন্তান। ষষ্ঠ মুঘল বাদশাহ। সিংহাসনে বসার পর ‘আলমগীর’ উপাধি গ্রহণ করেন। ফার্সি ভাষায় আলমগীর কথাটির অর্থ ‘বিশ্বজয়ী’। শাসক হিসেবে বিতর্কিত এবং সমালোচিত ছিলেন। পূর্বসূরিদের ধর্মীয় সহিষ্ণুতার নীতি উপেক্ষা করে তিনি জিজিয়া করের প্রবর্তন করেছিলেন।

১৯৫৭
স্পুটনিক ২ উৎক্ষিপ্ত হল মহাকাশে।
সোভিয়েত ইউনিয়নের এই মহাকাশযানের সওয়ার ছিল একটি কুকুর, নাম লাইকা। সে-ই প্রথম জীবন্ত প্রাণী যে মহাকাশে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছিল।

১৮৩৮
টাইমস্ অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবস।
এদিন মুম্বইয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া দ্য বোম্বে টাইমস অ্যান্ড জার্নাল অব কমার্স হিসেবে যাত্রা শুরু করে। তখন সপ্তাহে দু’দিন, বুধবার ও শনিবার পত্রিকাটি প্রকাশিত হত। বর্তমানে এটি বহুল পঠিত ইংরেজি দৈনিক। এটি বিশ্বের যে কোনও ভাষায় প্রকাশিত দৈনিকগুলোর মধ্যে বিক্রির হিসাবে তৃতীয় স্থানে রয়েছে।

আরও পড়ুন:সঙ্ক.টজনক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা! হাসপাতালে গেলেন নোবেলজয়ী

 

 

 

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...