Saturday, November 29, 2025

ইজরায়েলের বিরুদ্ধে সরাসরি যু.দ্ধে ইরান! লেবানন সীমান্তে ইমাম হুসেন ব্রিগেড

Date:

Share post:

এতদিন পেছন থেকে সমর্থন যোগানোর পর এবার কি তবে সরাসরি হামাসের হয়ে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামলো ইরান। জানা যাচ্ছে, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি গুষ্টির পর এবার ইরানের ইমাম হুসেন ব্রিগেড হামাসের পাশে দাঁড়াতে পৌঁছে গিয়েছে লেবানন সীমান্তে। পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়েছে, ইরান থেকে ইমাম হুসেন ব্রিগেডের কয়েক হাজার যোদ্ধা সিরিয়ার পথ ধরে পৌঁছে গিয়েছে লেবানন ইজরায়েল সীমান্তে। এই সেনা দলটির নেতৃত্বে রয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগত মিলিশিয়া গোষ্ঠীর কমান্ডার জুলফিকর।

ইজরায়েলের তরফেও ইমাম হুসেন ব্রিগেডের লেবানন সীমান্তে পৌঁছানোর কথা স্বীকার করে নিয়েছেন ইজরাইলের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অ্যাভিচে অ্যাদ্রে। বৃহস্পতিবার তিনি বলেন, “কমান্ডার জুলফিকর-সহ ইমাম হুসেন ব্রিগেডের একটি দল দক্ষিণ লেবানন সীমান্তে পৌঁছেছে বলে আমাদের কাছে সুনির্দিষ্ট খবর রয়েছে।” ইজরায়েল সেনার তরফে আরো জানানো হয়েছে, লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইজরাইলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতেই ইরান সেনার এই প্রশিক্ষিত যোদ্ধারা সীমান্তে জড়ো হয়েছে তাতে কোন সন্দেহ নেই। লেবানন সীমান্তে সেনা মোতায়নের পাশাপাশি ইজরায়েলের বিরুদ্ধে সমস্ত মুসলিম দেশগুলিকে এক জোট হওয়ার আবেদন জানানো হয়েছে ইরানের তরফে। মুসলিম রাষ্ট্রগুলিকে ইজরাইলের তেল ও খাদ্য রপ্তানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

উল্লেখ্য, সরাসরি ইরান সেনার অন্তর্ভুক্ত না হলেও ইমাম হুসেন ব্রিগেডকে প্রশিক্ষণ এবং অস্ত্র ও অর্থসাহায্য করে তেহরান। অতীতেও লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার সঙ্গে যৌথ ভাবে ইজরায়েলের বিরুদ্ধে লড়েছে এই বাহিনী। আসাদ বাহিনীর হয়ে সে দেশের গৃহযুদ্ধেও অংশ নিয়েছে এরা। ইজরায়েলে হামলাকারী হামাসের আল কাসাম ব্রিগেডের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই গোষ্ঠীর।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...