Tuesday, November 11, 2025

সু.রার টানে প্রতি সপ্তাহে রাজস্থানে

Date:

Share post:

অভিজিৎ ঘোষ, জয়পুর(রাজস্থান)

সন্ধ্যা পড়লেই রাজস্থানে জিজের গাড়ি বাড়তে থাকে। না রোজ নয়। শুক্রবার থেকে শুরু হয়। প্রতি ৫টি গাড়ির মধ্যে একটা জিজে থাকবেই। জিজে মানে বুঝলেন? জিজে মানে গুজরাতের গাড়ি। রাজস্থানীরা গুজ্জুভাই বলে তাদের সম্বোধন করে। কিন্তু গুজরাতের কেন এতো রাজস্থানী প্রেম? কেন প্রতি সপ্তাহে গুজারাতিদের লাইন লেগে থাকে রাজস্থানে? কারণ, মদ। বিজেপি গুজরাতে মদ বিক্রি বন্ধ করেছে। কিন্তু সে তো নামকে ওয়াস্তে। গুজিরাতিদের মন থেকে মদ সরাতে পারেনি। তাই শুক্রবারের জয়পুর, যোধপুর, জয়সালমিরে গুজরাতের ঘাড়ির মেলা বসে যায়। এক দোকানদার হাসতে হাসতে বললেন, ইয়ে গুজরাতি লোগ আজিব সা হ্যায়। হোটেল লেগি ১২হাজার কি, লিকার লেগি ৫ হাজার কি, লেকিন খানে কে লিয়ে ২৫ রুপাইয়া কি থালি ঢুন্ডেগা। মূলত শুক্রবার রাতে গুজরাতবাসীরা রাজস্থানে ঢোকে। ফিরে যায়, রবিবার সন্ধ্যা অথবা সোমবার সকালে। প্রায় প্রতি রাস্তার কোণে ইংলিশ লিকারের দোকান। কিন্তু কী লাভ এই লিকারবিহীন রাজ্যের। কী লাভ এই লোক দেখানো নিষেধাজ্ঞার?

রাজস্থানে বড্ড মাছির উৎপাত।যত রিমোর্ট এলাকায় যাবেন, তত বাড়বে। মরুভূমি এলাকায় বিচ্ছু অর্থাৎ বিছে আর সাপ। বেশিরভাগ হোটেলকর্মীদের ব্যবহার মনে রাখার মতো। ব্যতিক্রম শুধু যোধপুর। এখানকার বিখ্যাত খাবার ডাল বাটি চুরমা। কিন্তু বাঙালির বিশাল কিছু ভাল লাগবে এমন দাবি করা যাবে না। তবে জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময়ে দুধারে তাকালে বুঝতে পারবেন, রাজ্যে কতটা অভাব জলের।

রাজস্থান মানেই কেল্লার শহর। কিন্তু কেল্লায় অনুপ্রবেশের টিকিটের দাম সত্যিই বেশি। একটু বাড়াবাড়ি ধরণের বেশি। আপনার যদি পরিবারে জনা চারেক থাকে এবং একদিনে যদি গোটা স্পটে যেতে হয়, তাহলে গাইড সহ হাজার পাঁচেক টাকা খরচ হয়ে যাবে। একটু বেশি, তাই না! তবে চা বড্ড টেস্টি। বিনা চিনির চা এখানে ফেকা হুয়া চা। আর এখানে হোর্ডিংয়ের অত্যাচার নেই। দৃশ্য দূষণ নেই। আর আছে মাথার পাগড়ি। জাত চেনায়, স্ট্যাটাস বোঝায়। রাজস্থানের সামাজিক পরিস্থিতি না চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...