Saturday, November 15, 2025

অভিজিৎ ঘোষ, জয়পুর(রাজস্থান)

সন্ধ্যা পড়লেই রাজস্থানে জিজের গাড়ি বাড়তে থাকে। না রোজ নয়। শুক্রবার থেকে শুরু হয়। প্রতি ৫টি গাড়ির মধ্যে একটা জিজে থাকবেই। জিজে মানে বুঝলেন? জিজে মানে গুজরাতের গাড়ি। রাজস্থানীরা গুজ্জুভাই বলে তাদের সম্বোধন করে। কিন্তু গুজরাতের কেন এতো রাজস্থানী প্রেম? কেন প্রতি সপ্তাহে গুজারাতিদের লাইন লেগে থাকে রাজস্থানে? কারণ, মদ। বিজেপি গুজরাতে মদ বিক্রি বন্ধ করেছে। কিন্তু সে তো নামকে ওয়াস্তে। গুজিরাতিদের মন থেকে মদ সরাতে পারেনি। তাই শুক্রবারের জয়পুর, যোধপুর, জয়সালমিরে গুজরাতের ঘাড়ির মেলা বসে যায়। এক দোকানদার হাসতে হাসতে বললেন, ইয়ে গুজরাতি লোগ আজিব সা হ্যায়। হোটেল লেগি ১২হাজার কি, লিকার লেগি ৫ হাজার কি, লেকিন খানে কে লিয়ে ২৫ রুপাইয়া কি থালি ঢুন্ডেগা। মূলত শুক্রবার রাতে গুজরাতবাসীরা রাজস্থানে ঢোকে। ফিরে যায়, রবিবার সন্ধ্যা অথবা সোমবার সকালে। প্রায় প্রতি রাস্তার কোণে ইংলিশ লিকারের দোকান। কিন্তু কী লাভ এই লিকারবিহীন রাজ্যের। কী লাভ এই লোক দেখানো নিষেধাজ্ঞার?

রাজস্থানে বড্ড মাছির উৎপাত।যত রিমোর্ট এলাকায় যাবেন, তত বাড়বে। মরুভূমি এলাকায় বিচ্ছু অর্থাৎ বিছে আর সাপ। বেশিরভাগ হোটেলকর্মীদের ব্যবহার মনে রাখার মতো। ব্যতিক্রম শুধু যোধপুর। এখানকার বিখ্যাত খাবার ডাল বাটি চুরমা। কিন্তু বাঙালির বিশাল কিছু ভাল লাগবে এমন দাবি করা যাবে না। তবে জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময়ে দুধারে তাকালে বুঝতে পারবেন, রাজ্যে কতটা অভাব জলের।

রাজস্থান মানেই কেল্লার শহর। কিন্তু কেল্লায় অনুপ্রবেশের টিকিটের দাম সত্যিই বেশি। একটু বাড়াবাড়ি ধরণের বেশি। আপনার যদি পরিবারে জনা চারেক থাকে এবং একদিনে যদি গোটা স্পটে যেতে হয়, তাহলে গাইড সহ হাজার পাঁচেক টাকা খরচ হয়ে যাবে। একটু বেশি, তাই না! তবে চা বড্ড টেস্টি। বিনা চিনির চা এখানে ফেকা হুয়া চা। আর এখানে হোর্ডিংয়ের অত্যাচার নেই। দৃশ্য দূষণ নেই। আর আছে মাথার পাগড়ি। জাত চেনায়, স্ট্যাটাস বোঝায়। রাজস্থানের সামাজিক পরিস্থিতি না চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version