Monday, August 25, 2025

মুকেশ আম্বানিকে হু.মকি-email পাঠানোর অ.ভিযোগে তেলেঙ্গানা-গুজরাট থেকে ধৃ.ত ২

Date:

শিল্পপতি মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) একাধিক হুমকিমূলক ইমেইল পাঠানোর অভিযোগ। শনিবার, তেলঙ্গানা থেকে এক ১৯ বছর বয়সী এবং গুজরাটের (Gujrat) এক ২১ বছর বয়সী যুবককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ (Police)। গত সপ্তাহে আম্বানি পাঁচটি ইমেইল পেয়েছিলেন। যেখানে প্রেরক তাঁর কাছ থেকে অর্থ দাবি করেছিলেন। দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।

এরপরেই তদন্তে নামে পুলিশ। গণেশ রমেশ বানপার্থীকে গ্রেফতার করা হয়। জেরায় তিনি স্বীকার করেন, ১ নভেম্বর সকাল ১০.৩২ নাগাদ ৫০০ কোটি টাকা দাবি করে একটি হুমকি ইমেইলে পাঠিয়ে ছিলেন। বানপার্থীকে স্থানীয় আদালতে হাজির করা হয়েছিল এবং ৮ নভেম্বর পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। মুম্বই পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, এই তরুণই এই কাণ্ড ঘটিয়েছে। তদন্ত চলছে। এই ঘটনায় আর কে বা কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।

গুজরাট থেকে দ্বিতীয় অভিযুক্তকে গ্রেফতার করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। তিনি বি কম স্নাতক। ক্রাইম ব্রাঞ্চের সিনিয়র অফিসার জানান, “আমরা গুজরাটের একজনকে গ্রেফতার করেছি, যিনি shadabkhan@mailfence.com থেকে শিল্পপতিকে হুমকি ইমেইল পাঠাচ্ছিলেন।” পুলিশ জানিয়েছে, যে ইমেল আইডির আইপি ঠিকানার সাহায্যে তেলেঙ্গানার ওয়ারাঙ্গলের এস আর ইউনিভার্সিটি থেকে প্রথম অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁর মোবাইল ফোন চেক করে, পরের জনকে ধরা হয়েছে।

 

শনিবার আদালতে পুলিশ জানিয়েছে, “মেলটি তার পাঠানো ফোল্ডার থেকে মুছে ফেলা হয়েছে। আমরা যখন তার ইমেইলটি বিস্তারিতভাবে চেক করেছি, তখন আমরা তার ট্র্যাশ ফোল্ডার থেকে সেই ইমেলটি উদ্ধার করেছি।” পুলিশ জানিয়েছে, বানপার্থীর মোবাইল ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে।

 

২৭ অক্টোবর আম্বানিকে (Mukesh Ambani) পাঠানো প্রথম হুমকিমূলক ইমেইলটিতে শাদাব খান লিখেছিলেন, “আপনি (আম্বানি) যদি আমাদের ২০ কোটি টাকা না দেন, আমরা আপনাকে মেরে ফেলব, আমাদের ভারতে সেরা শ্যুটার আছে।” পরবর্তীতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং এমডি আরেকটি ইমেইল পান, যেখানে প্রেরক ২০০ কোটি টাকা দাবি করেছে। এই ইমেইলে টাকা দাবি করে বলা হয়, “যদি দাবি পূরণ না হয়, একটি মৃত্যু পরোয়ানা জারি করা হবে (আম্বানির জন্য)।” সমস্ত ইমেলগুলি shadabkhan@mailfence.com থেকে পাঠানো হলেও, সাম্প্রতিক ইমেলগুলির মধ্যে একটি ganeshvanaparthi91@gmail.com থেকে পাঠানো হয়েছিল। বলে জানিয়েছে পুলিশ।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version