Monday, November 10, 2025

রেশন বন্টন তদন্তে (Ration Distribution Case) শনিবার রাজ্যের বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শনিবার বিকালে ইডি হানা দেয় প্রাক্তন আপ্ত সহায়ক তাপস বিশ্বাসের বাড়ি। খড়দহের রহড়াতে তল্লাশি চালাতে হাজির হন ইডি অফিসাররা। প্রায় সাড়ে চার ঘণ্টারও বেশি সময় তল্লাশির পর সেখান থেকে বের হন ইডি আধিকারিকরা। তাপসের বাড়ি থেকে বেশ কিছু নথি ইডি আধিকারিকরা নিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। তবে তাপসের বাড়ি থেকে কী নথি নেওয়া হয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করে কী তথ্য পেয়েছেন তদন্তকারীরা, সে বিষয়ে কিছু জানা যায়নি।

রেশন বন্টন তদন্তে এদিন সকালেই বনগাঁর রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিলে ইডি (ED)হানা দেয় ইডি আধিকারিকরা। এছাড়াও মিলের মালিক মন্টু ও কালিদাস সাহার বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। এরপর রানাঘাটের রাইস মিলেও পৌঁছে যান ইডি আধিকারিকরা। নদিয়ার রানাঘাটের ১৭ নম্বর ওয়ার্ডে চালকল মালিক ও রেশন ডিলার নিতাই ঘোষ ও ১ নম্বর ওয়ার্ডে সিদ্ধেশ্বর বিশ্বাসের বাড়িতেও চলে তল্লাশি।

হানা দেওয়া হয় হাওড়ার ডোমজুড়ে জালান কমপ্লেক্সের অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামে একটি আটার কারখানা এবং গোডাউনে। শুক্রবার গভীর রাত থেকে এখনও সেখানে চলছে তল্লাশি। ঘটনাস্থলে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। নদিয়ার রানাঘাট শহরে এক রেশন ব্যবসায়ী বাড়ির পর এবার নদীয়ার হরিণঘাটার নগরউখড়া গিরিবালা এগ্রো প্রোডাক্ট জয় বাবা লোকনাথ রাইস মিলে ইডি হানা। চাল কলের মালিক বিনয় দেবনাথকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন- ৯ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে চলবে ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধন, কোথায়-কীভাবে করবেন?

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version