চিকিৎসাশাস্ত্রে বড়সড় সাফল্য পেল দিল্লির এইমস হাসপাতাল। জটিল অস্ত্রোপচারের মাধ্যমে ৭ বছরের ছোট্ট খুদের ফুসফুসে আটকে থাকা সূচ বের করলেন চিকিৎসকরা। জানা গিয়েছে, আড়াই ইঞ্চের একটি সূচ আটকে ছিল খুদের ফুসফুসে।পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন হঠাৎ কাশতে শুরু করে খুদেটি। তারপর কাশির সঙ্গে রক্ত বের হতে শুরু করে। তড়িঘড়ি এইমসে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই নানা পরীক্ষার পর জানা যায় তাঁর ফুসফুসে সূচ আটকে গেছে। তারপরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
ঘটনা প্রসঙ্গে এইমস-এর চিকিৎসকরা জানিয়েছেন,শিশুটির যেখানে সূচ আটকে ছিল সেখানে যন্ত্রের প্রবেশের জায়গা খুব কম ছিল। তাই স্থানীয় বাজার থেকে একটা চুম্বক কিনে আনা হয়। দেড় মিলিমিটার প্রস্থের ছোট্ট চুম্বকটিকে গলা দিয়ে ফুসফুস পর্যন্ত পৌঁছে দেন চিকিৎসকরা। আর সেই চুম্বকের মাধ্যমে অতিযত্নে সূচটি বের করা হয়।