Sunday, May 4, 2025

কয়েকদিন আগেই ইজরায়েলকে (Israel) চরম হুঁশিয়ারি দিয়েছিলেন হামাস (Hamas) কর্তা গাজী হামাদ। নতুন করে হামলা চালানোর বার্তা দিয়েছিলেন তিনি। এবার সতর্কবার্তা দেওয়া হল আমেরিকাকে (America)। সোভিয়েত ইউনিয়নের মতো আমেরিকাও টুকরো টুকরো হয়ে যাবে বলে ভবিষ্যৎবাণী করলেন হামাস কর্তা আলি বারাকা। আর হামাস কর্তার এই হুঁশিয়ারিকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে আশঙ্কা। হামাস ইজরায়েল সংঘর্ষের মধ্যে গত বৃহস্পতিবার অর্থাৎ ২ নভেম্বর জেরুজালেমের একটি সংবাদমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন প্রবীণ হামাস কর্তা আলি বারাকা। সেই সময়ে সোভিয়েত ইউনিয়নের মতো একই দুর্দাশা আমেরিকারও হতে পারে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি চলতি সংঘর্ষের মধ্যে আমেরিকা সহ তাদের মিত্র দেশগুলি যেভাবে নাক গলাচ্ছে, তার প্রতিবাদে সরব হন হামাস কর্তা।

এছাড়া শেষ পর্যন্ত যদি ওয়াশিংটন এবং অন্যান্য দেশগুলি সংঘর্ষে অংশগ্রহণ করে, তবে তার ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দেন প্রবীণ ওই হামাস কর্তা। আমেরিকার বিরুদ্ধে উত্তর কোরিয়া যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, তারও প্রশংসা করেন হামাস নেতা। তাঁর মতে, পিয়ংইয়ং-এর একমাত্র ক্ষমতা আছে ওয়াশিংটনকে আঘাত করার। কয়েকদিন আগে মধ্যপ্রাচ্যের সংঘর্ষ নিয়ে হামাসের পাশে থাকার বার্তা দিয়েছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। সেই সঙ্গে অস্ত্র সাহায্যের দিয়েছিলেন আশ্বাস। তারপরেই হামাস কর্তার উত্তর কোরিয়ার বন্দনা, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

অন্যদিকে, রাশিয়া এবং চিনের সঙ্গে যোগাযোগ রাখার দাবি করে হামাসের ওই আধিকারিক বলেন, রাশিয়া প্রতিদিন আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। হামাস নেতাদের সঙ্গে কথা বলার জন্য কাতার, চিন এবং রাশিয়ায় কূটনীতিকদের পাঠিয়েছে চিনও। মস্কোর মতো বেজিংয়েও হামাসের একটি প্রতিনিধি দল যাবেন বলে জানিয়েছেন হামাসের শীর্ষ আধিকারিক।

 

 

 

 

Related articles

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...
Exit mobile version