Sunday, November 2, 2025

বিরাটের জন্মদিনে সিএবির তরফে থাকছে কেক এবং স্মারক : সূত্র

Date:

আজ ৫ নভেম্বর। আজ ক্রিকেটের নন্দনকানন ইডেনে ভারতের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। আজ আবার ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন। গত দেড় দশকে ভারতীয় ক্রিকেট তো বটেই গোটা বিশ্বের ক্রিকেটকে শাসন করছেন বিরাট। এবারের বিশ্বকাপেও রয়েছেন দারুণ ছন্দে। এহেন তারকার জন্মদিনে এলাহি আয়োজন করতে চেয়েছিল সিএবি। কিন্তু ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মাঝে বড় অনুষ্ঠান করার অনুমতি মেলেনি। তবে বিশেষ স্মারক, কেক থাকছে কিং কোহলির জন্য।

জন্মদিনে কী কী গিফট পাচ্ছেন বিরাট? সিএবি সূত্রের খবর, জন্মদিনে অভিনব ব্যবস্থাই করতে চেয়েছিল সিএবি। কথা ছিল, স্পেশাল মুখোশ বানানো হবে দর্শকদের জন্য। সেটা পরেই খেলা দেখবেন ৬৭ হাজার সমর্থক। তবে তা হচ্ছে না। কথা ছিল, স্পেশাল আতসবাজির রোশনাই হবে বিরাটের জন্মদিনে। সেটাও বাতিল হয়েছে। মেলেনি মাঠের মাঝে কেক কাটার অনুমতিও। যদিও সিএবি এই সমস্ত পরিকল্পনার ব্যাপারে সরকারিভাবে কিছুই জানায়নি। তবে রবিবার ইডেন থেকে সোনার জ্বল করা ব্যাট, আর স্পেশাল কেক দেওয়া হবে বিরাটকে। সূত্রের খবর, ভারতীয় দলের ড্রেসিংরুমে গিয়ে কেক ও স্মারক ব্যাট ভারতের প্রাক্ত ক্যাপ্টেনের হাতে তুলে দেবেন সিএবি কর্তারা।

সিএবি চাইলেও বড় অনুষ্ঠান করা হচ্ছে না। তবে ফ্যানরা কিন্তু শনিবার থেকেই বিরাটের জন্মদিন পালনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। রবিবার ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের আগে শনিবার শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে দুই দলই। ইডেনের সামনে বিরাট কোহলির ছবি আঁকতে দেখা যায় এক শিল্পীকে।

চলতি বিশ্বকাপে টানা সাত ম্যাচ জিতে সেমিয়াইনালে আগেই পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তান জিতে যাওয়ায় শেষ কার্যত শেষ চারে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকাও। ফলে এই ম্যাচ নিয়মরক্ষার হলেও, অপরাজিত রেকর্ড অক্ষুণ্ণ রাখতে মরিয়া রোহিত শর্মারা।

আরও পড়ুন:আজ ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, আটে আট লক্ষ‍্য রোহিতদের

 

 

Related articles

শুরুতে বাধা বৃষ্টি, বিশ্বকাপ ফাইনালে বিনোদনের মহাধামাকা, মাঠে নক্ষত্র সমাবেশ

মহিলা বিশ্বকাপের (ICCWomen World Cup 2025 Final) জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান করে বর্ণময় সমাপ্তি অনুষ্ঠান। রবিবার বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে...

বিশ্বমঞ্চে বাংলার ডায়াবেটিস চিকিৎসা মডেল! SSKM-এর চিকিৎসকদের কুর্নিশ মুখ্যমন্ত্রীর

বর্তমান রাজ্য সরকারের অনুপ্রেরণায় চিকিৎসা এখন বাংলার মানুষের ঘরে ঘরে। সাধারণ রোগ থেকে জটিল রোগে বাংলাতে চিকিৎসা করাকেই...

দমদমে গণধর্ষণ কাণ্ডে পুলিশের তৎপরতা, গ্রেফতার তিন অভিযুক্ত

দমদমে নাবালিকাকে গণধর্ষণের (Dumdum Gangrape case) ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে নজির গড়ল রাজ্য পুলিশ। অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার...

বাজিগরের সংলাপে রাহানের শুভেচ্ছা, শাহরুখের জন্মদিনে কী লিখলেন গম্ভীর?

ক্যালেন্ডারের পাতা বলছে রবিবার ২ নভেম্বর, বলিউড বাদশা কিং খানের জন্মদিন। শাহরুখ খান(Shahrukh Khan) শুধু বলিউডের সীমানায় নিজেকে...
Exit mobile version