Wednesday, November 12, 2025
উৎপল সিনহা

” বুড়ো মানুষটা ডিঙি নৌকা নিয়ে খাঁড়ির কাছে নদীতে একা একা মাছ ধরতো , ৮৪ দিন কেটে গেছে , একটা মাছও ধরতে পারে নি সে । ”
( দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি , আর্নেস্ট হেমিংওয়ে )

” এ সত্যটা মোটামুটি সবাই মানে যে , ধনসম্পদশালী একাকী একজন পুরুষের অবশ্যই একজন স্ত্রী দরকার। ”
( প্রাইড এন্ড প্রেজুডিস , জেন অস্টেন )

” সব সুখী পরিবারই একই রকমের ; সব দুঃখী পরিবার তাদের নিজের নিজের মতো করে দুঃখী । ”
( আনা কারেনিনা , লিও তলস্তয় )

” অল্প বয়সে , যখন মোটামুটি অসহায় ছিলাম , তখন এমন কিছু উপদেশ দিয়েছিলেন বাবা , যেগুলো সেই থেকেই মাথার মধ্যে নড়াচড়া করে । ”
( দ্য গ্রেট গ্যাটসবি , এফ স্কট ফিটজেরাল্ড )

” বহু বছর পর ফায়ারিং স্কোয়াডের মুখোমুখি দাঁড়িয়ে কর্নেল অরেলিয়ানো বুয়েন্দিয়ার বহুদিন আগের সেই বিকেলটার কথা মনে পড়ে গেল , যেদিন তার বাবা তাকে বরফ দেখাবার জন্য নিয়ে গিয়েছিলো । ”
( ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিচ্যুড , গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস )

” মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে । ” ( সুভা , রবীন্দ্রনাথ ঠাকুর )

” নানা আজেবাজে স্বপ্ন দেখার পর একদিন সকালে ঘুম ভেঙে জেগে উঠে গ্রেগর সামসা দেখলো , সে এক বিশাল পতঙ্গে রূপান্তরিত হ’য়ে তার বিছানায় শুয়ে আছে । ”
( দ্য মেটামরফোসিস , ফ্রানৎস কাফকা )

কোনো লেখার প্রথম লাইনটা যদি তেমন চমক জাগানো না হয় তাহলে কি পাঠক সেই লেখা সম্পর্কে আগ্রহ হারাতে পারেন ? মোটেই তা নয় । তবে প্রথম লাইনের আলোকসঞ্চারী সম্ভাবনা , মানস ভ্রমনের ইশারা জাগানো পংক্তি কিংবা বাক্যবন্ধ অথবা অপ্রত্যাশিতের অমোঘ আহ্বান পাঠকের মনে এক আশ্চর্য চিত্রকল্পের অবতারণা করে , এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই ।

থাকুক না চৌম্বকত্ব শুরুতেই , ক্ষতি কি ? যে কোনো উপস্থাপনা যদি আকর্ষক , ইঙ্গিতবাহী ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে,তাতে তো বৈচিত্র বাড়ে । বাড়ে উৎকর্ষতা । ডিকেন্সের ‘ আ টেল অব টু সিটিজ ‘- এর সেই অসামান্য কাব্যময় প্রথম লাইন , ” ইট ওয়জ দ্য বেস্ট অব টাইমস , ইট ওয়জ দ্য ওয়ার্স্ট অব টাইমস ” , কখনও ভোলা যায় ? এইসব হীরন্ময় সূচনা বাক্যগুলি লক্ষ কোটি পাঠকবৃন্দের মনে আজও জেগে আছে অবিনশ্বর আলোকবর্তৃকার মতো ।

কবিতার প্রথম লাইনটা আসে স্বর্গ থেকে । বাকিটা লেখেন কবি । এই কথা প্রায়ই বলতেন শক্তি চট্টোপাধ্যায় । আমরা যতই বলি না কেন , ‘ যার শেষ ভালো তার সব ভালো ‘ , তবুও শেষ পর্যন্ত অতীব গুরুত্বপূর্ণ হয়ে থাকে যে কোনো কিছুর শুরুটা ।

” তোমার হলো শুরু আমার হলো সারা ” , একটি রবীন্দ্র সঙ্গীতের প্রথম চরণ । শুধু কবিতা , নাচ , গান , নাটক , বক্তৃতা অথবা গল্প , উপন্যাস নয় , বিশ্ব সংসারের সমস্ত কাজের ক্ষেত্রেই শুরুটা চমৎকার হওয়া ভীষণ জরুরি । শেষটা যত ভালোই হোক না কেন শুরুটা খারাপ হলে অসাফল্যের দাগ থেকেই যায় ।
” শোনা গেল লাশকাটা ঘরে
নিয়ে গেছে তারে … ”

জীবনানন্দ দাশের লেখা ‘ আট বছর আগের একদিন ‘ কবিতার এই প্রথম লাইনটি পড়ার পর যে কোনো পাঠক গোটা কবিতাটি পড়ার জন্য কৌতুহলী হয়ে উঠবেন । কেন না পাঠকের মনে প্রশ্ন জাগবেই , ‘ কাকে নিয়ে যাওয়া হয়েছে লাশকাটা ঘরে ? কারা নিয়ে গেছে ? কেনই বা নিয়ে যেতে হলো ? ‘

আবার , রবার্ট ফ্রস্ট-এর অমর কবিতা ,’ স্টপিং বাই উডস অন এ স্নোয়ি ইভনিং ‘ -এ , যে কবিতা শেষ হচ্ছে ” মাইলস টু গো বিফোর আই স্লিপ “- এর মতো অবিস্মরণীয় বাক্যবন্ধ দিয়ে , সেই কবিতার প্রথম লাইনে রয়েছে ,” হুজ উডস দিজ আর আই থিঙ্ক আই নো …” , পাঠকের মনে অতিরিক্ত কৌতুহল জাগাবেই । অপ্রত্যাশিতের চমক ছাড়া মানুষের বেঁচে থাকা তো আলুনি ব্যঞ্জনের মতো ।

” নীলকন্ঠ অন্ধকারে নন্দিতা গলায় দড়ি দিলো … ” , তারক সেন-এর একটি কবিতার প্রথম লাইন । কবিতার শুরুতেই রহস্য দানা বাঁধে । এরপর সমগ্র কবিতাটি না প’ড়ে পাঠকের শান্তি হয় না ।

” হাও মেনি রোডস মাস্ট এ ম্যান ওয়াক ডাউন , বিফোর উই কল হিম এ ম্যান … ” ,
বব ডিলানের কালজয়ী গানের প্রথম চরণ । শ্রোতাদের ভাবায় , আলোড়িত করে , জাগায় , টেনে নিয়ে যায় হ্যামলিনের বাঁশিওয়ালার মতো । মনে হতে থাকে এরপর কী , এরপর কী ? মানস ভ্রমনের আগ্রহ জাগানিয়া প্রথম লাইনের জন্য প্রতিমুহূর্তে সজাগ থাকেন , চোখ-কান খোলা রাখেন দীক্ষিত পাঠক , শ্রোতা ও দর্শক ।

আরও পড়ুন- পেনাল্টি মিস ক্লেটনের, কেরালার কাছে ১-২ গোলে হার লাল-হলুদের

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version