নিজের বাড়িতেই খুন হলেন কর্ণাটকের খনি ও ভূতত্ত্ব দফতরের ডেপুটি ডিরেক্টর। জানা গিয়েছে, শনিবার রাতে স্বামী ও ছেলের অনুপস্থিতিতে কুপিয়ে খুন করা হয় প্রতিমা নামের ওই উচ্চপদস্থ আধিকারিককে।কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর সুব্রমন্যাপোরা এলাকার বাড়িতে গত আট বছর ধরে থাকতেন ৪৫ বছরের প্রতিমা এবং তাঁর পরিবার। শনিবার তাঁর স্বামী এবং ছেলে বাড়ি ছিলেন না। তাঁরা শিবমোগা জেলার তীর্থহল্লিতে গিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় কাজের পর প্রতিমাকে বাড়িতে পৌঁছে দেন ড্রাইভার।প্রাথমিক তদন্তে অনুমান, রাত সাড়ে আটটা নাগাদ খুন হন তিনি।

রবিবার সকালে মৃতার ভাই বাড়িতে এসে বোনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তিনিই পুলিশে খবর দেন তিনি।দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। প্রতিমার ভাই জানান, শনিবার রাতে বারবার ফোন করলেও বোনকে ফোনে পাননি। দক্ষিণ বেঙ্গালুরুর ডিসিপি রাহুল কুমার শাহাপুরওয়াদ বলেন, ফরেনসিক এবং পুলিশের অন্য একটি দল তদন্ত করছে।দ্রুত তদন্তের জন্য তিনটি টিম গঠন করা হয়েছে।
