Wednesday, November 12, 2025

সোমবার শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং, নতুন নিয়োগ নিয়ে সতর্ক SSC

Date:

আগামীকাল অর্থাৎ সোমবার সকাল ১০টা থেকে স্কুল সার্ভিস কমিশনের নতুন ভবনে শুরু হতে চলেছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রক্রিয়া। এসএসসি-র পক্ষ থেকে প্রার্থীদের সকাল ৯টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। ১৩ হাজারের বেশি চাকরিপ্রার্থী কাউন্সেলিংয়ের মাধ্যমে তাঁদের পছন্দ অনুযায়ী স্কুল বেছে নিতে পারবেন। প্রথম দফার কাউন্সেলিংয়ে বিগ স্ক্রিনের মাধ্যমে ৯ হাজার চাকরি প্রার্থী স্কুল বেছে নেওয়ার সুযোগ পাবেন।

কাউন্সেলিং শুরুর আগে প্রার্থীদের নথি পরীক্ষা করাতে হবে। সেখানে ডিগ্রি, প্রশিক্ষণ, জাতিগত শংসাপত্র সহ সমস্ত নথি যাচাই করা হবে। কাউন্সেলিংয়ে আসা প্রার্থীরা একাধিক বিগ স্ক্রিনের মাধ্যমে তাঁদের আগের প্রার্থীর বাছাই করা স্কুল ও বিষয় সম্পর্কে জানতে পারবেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ ডিসেম্বর পর্যন্ত প্রথম দফার কাউন্সেলিং চলবে। ৬ , ৭, ৮, ৯ , ১০ , ২২ , ২৩ , ২৪, ২৫, ২৮, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ এবং ২ ডিসেম্বর প্রথম পর্বের কাউন্সেলিংয়ের দিন চূড়ান্ত করা হয়েছে।

এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, সমস্ত তথ্য ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। প্যানেল থেকে স্কুলের নাম, কাউন্সেলিংয়ের খুঁটিনাটি, তালিকা সবই আপলোড করার পাশাপাশি প্রার্থীদের কাছে কললেটারও পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আদালত প্রার্থীদের সুপারিশ পত্র দেওয়ার অনুমতি না দেওয়ায়, তাঁদের সম্মতিপত্র দেওয়া হবে। সেখানে প্রার্থী কোন্ স্কুল বেছে নিয়েছেন, তার উল্লেখ থাকবে। পরবর্তীকালে আদালতের সম্মতি পেলে, প্রার্থীদের  সুপারিশপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন সিদ্ধার্থবাবু।

আরও পড়ুন- গাজায় পর*মাণু হাম*লার ইঙ্গিত ইজরায়েলের!

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version