Saturday, August 23, 2025

সোমবার শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং, নতুন নিয়োগ নিয়ে সতর্ক SSC

Date:

আগামীকাল অর্থাৎ সোমবার সকাল ১০টা থেকে স্কুল সার্ভিস কমিশনের নতুন ভবনে শুরু হতে চলেছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রক্রিয়া। এসএসসি-র পক্ষ থেকে প্রার্থীদের সকাল ৯টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। ১৩ হাজারের বেশি চাকরিপ্রার্থী কাউন্সেলিংয়ের মাধ্যমে তাঁদের পছন্দ অনুযায়ী স্কুল বেছে নিতে পারবেন। প্রথম দফার কাউন্সেলিংয়ে বিগ স্ক্রিনের মাধ্যমে ৯ হাজার চাকরি প্রার্থী স্কুল বেছে নেওয়ার সুযোগ পাবেন।

কাউন্সেলিং শুরুর আগে প্রার্থীদের নথি পরীক্ষা করাতে হবে। সেখানে ডিগ্রি, প্রশিক্ষণ, জাতিগত শংসাপত্র সহ সমস্ত নথি যাচাই করা হবে। কাউন্সেলিংয়ে আসা প্রার্থীরা একাধিক বিগ স্ক্রিনের মাধ্যমে তাঁদের আগের প্রার্থীর বাছাই করা স্কুল ও বিষয় সম্পর্কে জানতে পারবেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ ডিসেম্বর পর্যন্ত প্রথম দফার কাউন্সেলিং চলবে। ৬ , ৭, ৮, ৯ , ১০ , ২২ , ২৩ , ২৪, ২৫, ২৮, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ এবং ২ ডিসেম্বর প্রথম পর্বের কাউন্সেলিংয়ের দিন চূড়ান্ত করা হয়েছে।

এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, সমস্ত তথ্য ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। প্যানেল থেকে স্কুলের নাম, কাউন্সেলিংয়ের খুঁটিনাটি, তালিকা সবই আপলোড করার পাশাপাশি প্রার্থীদের কাছে কললেটারও পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আদালত প্রার্থীদের সুপারিশ পত্র দেওয়ার অনুমতি না দেওয়ায়, তাঁদের সম্মতিপত্র দেওয়া হবে। সেখানে প্রার্থী কোন্ স্কুল বেছে নিয়েছেন, তার উল্লেখ থাকবে। পরবর্তীকালে আদালতের সম্মতি পেলে, প্রার্থীদের  সুপারিশপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন সিদ্ধার্থবাবু।

আরও পড়ুন- গাজায় পর*মাণু হাম*লার ইঙ্গিত ইজরায়েলের!

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version