Monday, November 3, 2025

প্রোটিয়াদের বিরুদ্ধে বড় জয় ভারতের, দক্ষিণ আফ্রিকাকে হারাল ২৪৩ রানে

Date:

আটে আট ভারতের। বিশ্বকাপের ম‍্যাচে এদিন ইডেনে দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে হারাল ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ইনিংস বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়রের। নজির গড়েন বিরাট। এদিন ইডেনে একদিনের ক্রিকেটে ৪৯ তম শতরান করে ফেললেন তিনি। ছুঁয়ে ফেললেন সচিন তেন্ডুলকররকে। ওপর দিকে বল হাতে ৫ উইকেট রবীন্দ্র জাদেজার।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান করে টিম ইন্ডিয়া। এদিন ভারতের হয়ে ৪০ রান করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন ভারত অধিনায়ক ইনিংস সাজান ৬টা চার এবং দুটো ছয় দিয়ে। আর এদিন ছক্কা মারতেই ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এক ক্যালেন্ডার বর্ষে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর যুগ্ম রেকর্ড গড়েন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এদিন জোড়া ছক্কা হাঁকিয়ে ভারত অধিনায়ক ছুঁয়ে ফেলেন দক্ষিণ আফ্রিকারই এক প্রাক্তন তারকার বিশ্বরেকর্ড। রোহিত এক্ষেত্রে বসে পড়েন এবি ডি’ভিলিয়র্সের সঙ্গে একাসনে। ইনিংস২৩ রান করেন আরেক ওপেনার শুভমন গিল। ৭৭ রান করেন শ্রেয়স আইয়র। ৮ রান করেন কে এল রাহুল। ১০১ রানে অপরাজিত কিং কোহলি। এই রানের সুবাদে নজির গড়লেন তিনি। একদিনের ক্রিকেটে ৪৯ তম শতরান করলেন বিরাট। ছুঁলেন সচিনকে। এদিকে ২২ রান করেন সূর্যকুমার যাদব। ২৯ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নেন নুঙ্গি এনগিডি, মার্কো জনসেন, শামশি, কাসিগো রাবাডা এবং কেশভ মহারাজের।

জবাবে ব‍্যাট করতে নেমে ৮৩ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। সৌজন্যে জাড্ডুর দুরন্ত বোলিং। একাই লিনেন ৫ উইকেট। ম‍্যাচে এদিন মাত্র পাঁচ রান করে আউট হন কুইন্টন ডি’কক। ১১ রান করেন ভামুমা। ১৩ রান করেন ভ‍্যান ডার ডুসেন। এক রান করেন ক্লাসেন। ৭ রান করেন কেশভ মহারাজ। ভারতের হয়ে এদিকে দুটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং কুলদীপ যাদব। একটি উইকেট নেন মহম্মদ সিরাজ।

আরও পড়ুন:ইডেনে জন্মদিনে বিরাট কীর্তি কোহলির, ছুঁলেন সচিনকে

Related articles

বিশ্বজয়ী ক্রিকেট দলের জন্য ৫১ কোটি: ঘোষণা BCCI-এর

কথা ছিল। সেই মতো কথা রাখল বিসিসিআই। বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য বড় আর্থিক পুরস্কার ঘোষণা বিশ্বজয়ের...

ভোরবেলায় গুলি! হরিদেবপুরে গুলিবিদ্ধ মহিলা

ভোরবেলায় মহিলাকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়াল হরিদেবপুর এলাকায়। গুলিবিদ্ধ মহিলাকে দ্রুত পরিবারের লোকেরা এমআর বাঙুর...

ট্রেলারে ধাক্কা ট্রাভেলারের: রাজস্থানে একসঙ্গে মৃত ১৮ পুণার্থী

দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা যাত্রীবাহী ট্রাভেলারের। রাজস্থানের যোধপুরের (Jodhpur) কাছে এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের।...

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...
Exit mobile version