Tuesday, August 26, 2025

“ইডি অ.নৈতিক কাজ করেছে”: ফের নিজেকে নি.র্দোষ দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের

Date:

ফের নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)। সোমবার আদালতে পেশ করার আগে স্বাস্থ্যপরীক্ষার (Health Checkup) জন্য তাঁকে কম্যান্ড হাসপাতালে (Command Hospital) নিয়ে যাওয়া হয়। আর ইডির (ED) দফতর সিজিও কমপ্লেক্স (CGO Complex) থেকে বেরিয়ে জ্যোতিপ্রিয় তিন বার বলেন, “আমি নির্দোষ। আমি নির্দোষ। আমি নির্দোষ।” তিনি অভিযোগ করেন, ইডি যা করেছে অন্যায় করেছে, অনৈতিক কাজ করেছে।

সোমবার রেশন বণ্টণ মামলায় ইডি হেফাজতে থাকা জ্যোতিপ্রিয়কে সোমবার কলকাতা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হবে। তার আগে তাঁর শারীরিক অবস্থা পরীক্ষার জন্য কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে গত শুক্রবারই ইডি আধিকারিকদের সঙ্গে হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করতে যাওয়ার পথে জ্যোতিপ্রিয় সংবাদমাধ্যমের সামনে দিন চারেক পরেই সবাই সব কিছু জানতে পারবেন বলে মন্তব্য করেন। জ্যোতিপ্রিয় আরও দাবি করেছিলেন যে, তিনি নির্দোষ। তিনি আরও বলেন, আমি চক্রান্তের শিকার। বিজেপি আমায় ফাঁসিয়েছে। পাশাপাশি খুব তাড়াতাড়ি তিনি ছাড়া পাবেন বলেও দাবি করেন জ্যোতিপ্রিয়।

অন্যদিকে, নিজেকে মুক্ত বলে দাবি করার পর জ্যোতিপ্রিয় বলেন, “আর চার দিন পর…।” জ্যোতিপ্রিয়কে আরও বলতে শোনা যায়, দু’দিনের মধ্যে সব প্রকাশ হবে। তবে কেন তিনি দু’দিন এবং‌ চার দিনের কথা বললেন, তা এখনও জানা যায়নি।

 

 

 

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version