বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বেটিং। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতরা সকলেই রবিবার ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ চলাকালীন বেটিং চক্র চালাচ্ছিল। গিরিশ পার্ক, নারকেলডাঙা থেকে তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
পুলিশ সূত্রে খবর, রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময় গিরিশ পার্ক এলাকার একটি ক্যাফেতে বেটিং-এর আসর বসিয়েছিল অভিষেক জয়সওয়াল নামে এক যুবক। খবর পায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সঙ্গে সঙ্গে সেখানে হানা দিয়ে অভিষেককে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি আই ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। গিরিশ পার্ক থানায় বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের হয়েছে অভিষেকের বিরুদ্ধে।
এরপর বউবাজার এলাকায় হানা দিয়ে অরুণ আগরওয়াল ও প্রদীপ বর্মাকে গ্রেফতার করে পুলিশ। তারাও এক বেটিং চক্রের সঙ্গে যুক্ত ছিল, দাবি পুলিশের। নারকেলডাঙা এলাকার একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কালু সাউ এবং কেশবপ্রসাদ মুন্দ্রা নামে দুইকে একই অপরাধে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন:“ইডি অ.নৈতিক কাজ করেছে”: ফের নিজেকে নি.র্দোষ দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের