Friday, October 31, 2025

বিশ্বকাপে দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়া, সাফল্যের রহস্য কী? প্রোটিয়াদের হারিয়ে জানালেন ভারত অধিনায়ক

Date:

Share post:

আটে আট ভারতের। বিশ্বকাপের ম‍্যাচে রবিবার ইডেনে দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে হারায় ভারতীয় দল। এই জয়ের ফলে গ্রুপ টেবিলের শীর্ষে থেকেই সেমিফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। চলতি বিশ্বকাপে একেবারেই দুরন্ত ছন্দে ভারত। এখনও পযর্ন্ত টিম ইন্ডিয়াকে কোন দল চাপে ফেলতে পারেনি। বিশ্বকাপে সব ম‍্যাচেই দুরন্ত লড়াই করছে তারা। এই সাফল্যের পিছনে রহস্য কি? প্রশ্ন উঠতেই ভারত অধিনায়ক বললেন, বিশ্বাস আর পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা।

ম‍্যাচ শেষে রোহিত বলেন,” দলের উপর বিশ্বাস রাখাটাও প্রয়োজন। শ্রেয়স আইয়র প্রথম দিকে রান পাচ্ছিল না। আমরা ওর উপর বিশ্বাস রেখেছিলাম। সেটার দাম রেখেছে ও। কিন্তু যদি শ্রেয়স রান না পেত, তাহলেও ওকে খেলাতাম। কারণ বিশ্বাস রাখাটা জরুরি। সেটা এক দিনে তৈরি হয় না।”

এরপর ভারত অধিনায়ক আর বলেন,”আমরা শেষ তিনটি ম্যাচে যেভাবে খেলেছি, সেটা প্রমাণ করে যে পরিস্থিতির সঙ্গে আমরা মানিয়ে নিতে পারছি। ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু আমরা শুরুতে চাপে ছিলাম। সেখান থেকে লড়াই করার মতো একটা স্কোরে পৌঁছে যাই। বাকি কাজটা করে পেসারেরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওভারেই উইকেট হারাই। সেই ম্যাচে বিরাট কোহলি মাঠে নেমে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। পরিস্থিতি অনুযায়ী খেলেছিল ও। বোলারেরা জানত ঠিক জায়গায় বল রাখলে বাকি কাজ পিচ করে দেবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচেও তেমনটাই হল।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

ফর্ম ফিলাপ পর্বে চা শ্রমিকদের বাড়ি যান: বিশেষ নির্দেশ অভিষেকের

জটিল থেকে জটিলতর হচ্ছে ভোটাদের ন্যায্য ভোটার হিসাবে ভোটকেন্দ্রে পৌঁছানোর পথ। একদিকে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে নথি...

গোল করতে ব্যর্থ দুই দলই, মোহনবাগানকে টেক্কা দিয়ে সুপার কাপের সেমিতে ইস্টবেঙ্গল

সুপার কাপের ডার্বি ড্র। খেলার ফল ০-০। গোল পার্থক্যে এগিয়ে থেকে (Super CUP)সেমিফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল। বিদায় নিল...

বিএলও-দের ছায়াসঙ্গী হোন: ফর্ম ফিলাপ পর্বে স্পষ্ট নির্দেশ অভিষেকের

নির্বাচনের আগে তড়িঘড়ি এসআইআর ঘোষণা নির্বাচন কমিশনের। তারই গুরুত্বপূর্ণ পর্ব ইনিউমারেশন ফর্ম ফিলাপের পর্ব শুরু হচ্ছে পরের সপ্তাহেই।...

সুপার কাপে চূড়ান্ত অব্যবস্থা! ফের কল্যাণকে তোপ বাইচুংয়ের

গোয়াতে চলছে সুপার কাপ(Super Cup)। কিন্তু তাড়াহুড়ো করে আয়োজন করতে গিয়ে চূড়ান্ত অব্যবস্থা সুপার কাপ জুড়ে। এই ঘটনায়...