Sunday, August 24, 2025

ফের রাজ্য বিজেপি নেতৃত্বকে নিয়ে বিস্ফোরক অনুপম হাজরা। কালনায় বিজেপির বিজয়া সম্মিলনীতে গিয়ে বিজেপি নেতাদের-ই তোপ দাগলেন দলের কেন্দ্রীয় সম্পাদক অনুপম। তাঁর কথায়, ‘এখন বঙ্গ বিজেপির পদ পাওয়া মানে গোলাম হয়ে যাওয়া। সবাই চাকর হতে ভালবাসে না। ঘরেই শত্রু বিভীষণ যারা আছে, তাদের ঝাঁটা মেরে বের করতে হবে।’ এখানেই শেষ নয়, অনুপমের অভিযোগ, বিজেপির পদাধিকারীরা পদ পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে রফা করছে। মনোনয়ন দাখিলে ১ লক্ষ, প্রচারে না যেতে হাজার টাকা, বিভিন্ন ক্যাটাগরিতে রফা।

বিজেপির পক্ষ থেকে সোমবার পূর্ব বর্ধমানের কালনার বাঘনাপাড়ায় এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে দলের নেতাদের নিয়েই বিস্ফোরক মন্তব্য করতে থাকেন অনুপম। তিনি বলেন, রাজ্য নেতাদের তোপ দেগে তিনি বলেন, ‘এখন বঙ্গ বিজেপির যা অবস্থা, পদ মানেই হচ্ছে আপনি তাদের গোলাম হয়ে গেলেন। পান থেকে চুন খসলেই আপনি শোকজ, না হলে সাসপেন্ড অথবা পদ চলে যাবে। আরে সবাই কি চাকর হতে ভালোবাসে নাকি?’

দলের দুর্নীতিবাজ নেতাদের হুঁশিয়ারি দিয়ে অনুপম বলেন, আমাদের মধ্যে কোনও চোর যাতে না থাকে সেটাই লোকসভা ভোটের মুখে আমাদের কাছে চ্যালেঞ্জের। ঘরশত্রু বিভীষণদের ঝাঁটা মেরে বের করতে হবে। নাহলে আমাদের সর্বভারতীয় সভাপতি পশ্চিমবঙ্গে যে ৩৫টি আসন দখলের কথা বলেছেন তা শুধুমাত্র স্বপ্ন হয়েই থেকে যাবে।’

অনুপমের সংযোজন, ‘কিছু জায়গায় কিছু পদাধিকারী আছেন যাঁরা সকাল ৬টার পরে বিজেপি করেন। আর রাতের বেলায় তৃণমূল নেতার বাড়িতে গিয়ে মাছ-মাংস খান।”

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version