Monday, November 3, 2025

বঙ্গ বিজেপির যা অবস্থা পদ থাকলেই গোলাম হয়ে যাবে, বি.স্ফোরক অনুপম

Date:

ফের রাজ্য বিজেপি নেতৃত্বকে নিয়ে বিস্ফোরক অনুপম হাজরা। কালনায় বিজেপির বিজয়া সম্মিলনীতে গিয়ে বিজেপি নেতাদের-ই তোপ দাগলেন দলের কেন্দ্রীয় সম্পাদক অনুপম। তাঁর কথায়, ‘এখন বঙ্গ বিজেপির পদ পাওয়া মানে গোলাম হয়ে যাওয়া। সবাই চাকর হতে ভালবাসে না। ঘরেই শত্রু বিভীষণ যারা আছে, তাদের ঝাঁটা মেরে বের করতে হবে।’ এখানেই শেষ নয়, অনুপমের অভিযোগ, বিজেপির পদাধিকারীরা পদ পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে রফা করছে। মনোনয়ন দাখিলে ১ লক্ষ, প্রচারে না যেতে হাজার টাকা, বিভিন্ন ক্যাটাগরিতে রফা।

বিজেপির পক্ষ থেকে সোমবার পূর্ব বর্ধমানের কালনার বাঘনাপাড়ায় এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে দলের নেতাদের নিয়েই বিস্ফোরক মন্তব্য করতে থাকেন অনুপম। তিনি বলেন, রাজ্য নেতাদের তোপ দেগে তিনি বলেন, ‘এখন বঙ্গ বিজেপির যা অবস্থা, পদ মানেই হচ্ছে আপনি তাদের গোলাম হয়ে গেলেন। পান থেকে চুন খসলেই আপনি শোকজ, না হলে সাসপেন্ড অথবা পদ চলে যাবে। আরে সবাই কি চাকর হতে ভালোবাসে নাকি?’

দলের দুর্নীতিবাজ নেতাদের হুঁশিয়ারি দিয়ে অনুপম বলেন, আমাদের মধ্যে কোনও চোর যাতে না থাকে সেটাই লোকসভা ভোটের মুখে আমাদের কাছে চ্যালেঞ্জের। ঘরশত্রু বিভীষণদের ঝাঁটা মেরে বের করতে হবে। নাহলে আমাদের সর্বভারতীয় সভাপতি পশ্চিমবঙ্গে যে ৩৫টি আসন দখলের কথা বলেছেন তা শুধুমাত্র স্বপ্ন হয়েই থেকে যাবে।’

অনুপমের সংযোজন, ‘কিছু জায়গায় কিছু পদাধিকারী আছেন যাঁরা সকাল ৬টার পরে বিজেপি করেন। আর রাতের বেলায় তৃণমূল নেতার বাড়িতে গিয়ে মাছ-মাংস খান।”

 

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version