Thursday, August 21, 2025

স্বস্তিতে শ্রীলঙ্কা বোর্ডের কর্তারা, ছাঁটাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফিরলেন ক্ষমতায়

Date:

Share post:

বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের ক্ষমতায় ফিরল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এদিন শ্রীলঙ্কার আদালত জানিয়ে দিয়েছে, আপাতত দু’সপ্তাহের জন্য বোর্ডের দায়িত্ব থাকবে বরখাস্ত হওয়া আধিকারিকদের হাতেই। দু’সপ্তাহ পর এই মামলা নিয়ে আদালতে হবে শুনানি। ততদিন পর্যন্ত বোর্ডের সমস্ত কাজকর্ম পরিচালনা করবেন প্রাক্তন কর্তারাই। প্রসঙ্গত, চলতি বিশ্বকাপে ভারতের কাছে লজ্জাজনক হারের পর ক্রিকেট বোর্ডের সমস্ত কর্তাকে বরখাস্ত করে দিয়েছিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংঘে।

জানা গিয়েছে, ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংঘের নির্দেশের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা। তাঁর আবেদনের ফলেই ক্রীড়ামন্ত্রীর সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয় শ্রীলঙ্কার কোর্ট অফ অ্যাপিল। আদালতের তরফে এদিন জানিয়ে দেওয়া হয়, ক্রীড়ামন্ত্রীর তৈরি করা কমিটি এখনই শ্রীলঙ্কা ক্রিকেটের দায়িত্ব সামলাবে না। পুরনো কর্তাদের হাতেই বোর্ড পরিচালনার ভার থাকবে। আপাতত ১৪ দিনের জন্য এই নির্দেশ কার্যকর থাকবে। তারপর আবেদনের ভিত্তিতে শুনানি শুরু হবে।

চলতি বিশ্বকাপে ভারতের কাছে ৩০২ রানে হারে লঙ্কানরা। এই হারের পরই সরব হন সেদেশের ক্রীড়ামন্ত্রী। নিজেই বোর্ড সদস্যদের ছাঁটাই করে দেন। এরপর শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রনতুঙ্গাকে বোর্ডের অন্তর্বর্তী কমিটির চেয়ারম্যান করেন রোশন রণসিংঘে। সেখানে নতুন সাত সদস্যের কমিটি তৈরি করা হয়। যেখানে দেশের সুপ্রিম কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতি ও এক প্রাক্তন বোর্ড সভাপতিও রয়েছেন। তবে আপাতত কোনও কাজ করতে পারবে না এই কমিটি।

আরও পড়ুন:চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়া, তবুও পাকিস্তানের বিরুদ্ধে একটা ম‍্যাচ ভুলতে পারছেন না বিরাট

 

 

spot_img

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...