Wednesday, December 17, 2025

স্বস্তিতে শ্রীলঙ্কা বোর্ডের কর্তারা, ছাঁটাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফিরলেন ক্ষমতায়

Date:

বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের ক্ষমতায় ফিরল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এদিন শ্রীলঙ্কার আদালত জানিয়ে দিয়েছে, আপাতত দু’সপ্তাহের জন্য বোর্ডের দায়িত্ব থাকবে বরখাস্ত হওয়া আধিকারিকদের হাতেই। দু’সপ্তাহ পর এই মামলা নিয়ে আদালতে হবে শুনানি। ততদিন পর্যন্ত বোর্ডের সমস্ত কাজকর্ম পরিচালনা করবেন প্রাক্তন কর্তারাই। প্রসঙ্গত, চলতি বিশ্বকাপে ভারতের কাছে লজ্জাজনক হারের পর ক্রিকেট বোর্ডের সমস্ত কর্তাকে বরখাস্ত করে দিয়েছিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংঘে।

জানা গিয়েছে, ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংঘের নির্দেশের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা। তাঁর আবেদনের ফলেই ক্রীড়ামন্ত্রীর সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয় শ্রীলঙ্কার কোর্ট অফ অ্যাপিল। আদালতের তরফে এদিন জানিয়ে দেওয়া হয়, ক্রীড়ামন্ত্রীর তৈরি করা কমিটি এখনই শ্রীলঙ্কা ক্রিকেটের দায়িত্ব সামলাবে না। পুরনো কর্তাদের হাতেই বোর্ড পরিচালনার ভার থাকবে। আপাতত ১৪ দিনের জন্য এই নির্দেশ কার্যকর থাকবে। তারপর আবেদনের ভিত্তিতে শুনানি শুরু হবে।

চলতি বিশ্বকাপে ভারতের কাছে ৩০২ রানে হারে লঙ্কানরা। এই হারের পরই সরব হন সেদেশের ক্রীড়ামন্ত্রী। নিজেই বোর্ড সদস্যদের ছাঁটাই করে দেন। এরপর শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রনতুঙ্গাকে বোর্ডের অন্তর্বর্তী কমিটির চেয়ারম্যান করেন রোশন রণসিংঘে। সেখানে নতুন সাত সদস্যের কমিটি তৈরি করা হয়। যেখানে দেশের সুপ্রিম কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতি ও এক প্রাক্তন বোর্ড সভাপতিও রয়েছেন। তবে আপাতত কোনও কাজ করতে পারবে না এই কমিটি।

আরও পড়ুন:চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়া, তবুও পাকিস্তানের বিরুদ্ধে একটা ম‍্যাচ ভুলতে পারছেন না বিরাট

 

 

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version