Saturday, January 10, 2026

শুধু পদের কাড়াকাড়ি! ‘ডা.কাতদলের’ উপমা দিয়ে বঙ্গ বিজেপিকে ধু.য়ে দিলেন তথাগত

Date:

Share post:

কামিনী-কাঞ্চন থেকে শুরু করে গোষ্ঠীদ্বন্দ্ব- বারবার বঙ্গ বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Ray)। এবার সংগঠন নিয়ে গেরুয়া শিবিরকে নিশানা করলেন বর্ষীয়ান বিজেপি (BJP) নেতা। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, মানুষের জন্য কাজ নয়, পদের জন্য কাড়াকাড়ি করেন বাংলার পদ্ম নেতারা।

যে সময় থেকে তিনি বিজেপি করছেন, সেই সময় রাজ্যে বিজেপি অস্বস্তি সংকটে ভুগছে। সেই সময়ও নেতা সংগঠন মানে বুঝতেন দলের পদ পাওয়া। এই অভিযোগ খোদ বিজেপি নেতা তথাগত (Tathagata Ray)। বঙ্গ বিজেপি (BJP) নেতৃত্বকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ডাকাতদলও একটা দল। সেটাও অনেক বড়, শক্তিশালী হয়। কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে তার ফারাকটা বুঝতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের কথা বলতে হবে। বঙ্গ বিজেপি-র নেতৃত্ব বউবাজারের মোড়ে দাঁড়িয়ে যে কথা বলেন, একই কথা তাঁরা বসিরহাটে গিয়েও বলেন- মত তথাগতর। অর্থাৎ তাঁর স্পষ্ট অভিযোগ, মানুষের সমস্যার কথা জানেন না বঙ্গ বিজেপির নেতৃত্ব। তথাগতর কথায়, শুধু পদের লোভ। কী পদ পেলাম, তার দিকে নজর। সংগঠন তৈরির বিষয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই রাজ্য বিজেপি নেতৃত্বের।

আরও পড়ুন: ধামসা মাদল-ঢাকের বাদ্যি, অভিষেকের জন্মদিনে কালীঘাটে অনুগামীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

এই বিষয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কথাও তোলেন তথাগত রায়। তাঁর কথায়, মহুয়াকে নিয়েও কথা বলতে হচ্ছে বিজেপির জাতীয় নেতৃত্বকে, বাংলায় গেরুয়া শিবিরের কেউ বলার যোগ্যই নন।

 

রাজনৈতিক মহলের মতে, তথাগতর কথা থেকেই স্পষ্ট ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি পায়ের তলায় মাটি নেই। আর সেটা বুঝেই তার জন্য বঙ্গের গেরুয়া শিবিরকেই কাঠগড়ায় তুললেন বর্ষীয়ান বিজেপি নেতা।

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...