কামিনী-কাঞ্চন থেকে শুরু করে গোষ্ঠীদ্বন্দ্ব- বারবার বঙ্গ বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Ray)। এবার সংগঠন নিয়ে গেরুয়া শিবিরকে নিশানা করলেন বর্ষীয়ান বিজেপি (BJP) নেতা। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, মানুষের জন্য কাজ নয়, পদের জন্য কাড়াকাড়ি করেন বাংলার পদ্ম নেতারা।
যে সময় থেকে তিনি বিজেপি করছেন, সেই সময় রাজ্যে বিজেপি অস্বস্তি সংকটে ভুগছে। সেই সময়ও নেতা সংগঠন মানে বুঝতেন দলের পদ পাওয়া। এই অভিযোগ খোদ বিজেপি নেতা তথাগত (Tathagata Ray)। বঙ্গ বিজেপি (BJP) নেতৃত্বকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ডাকাতদলও একটা দল। সেটাও অনেক বড়, শক্তিশালী হয়। কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে তার ফারাকটা বুঝতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের কথা বলতে হবে। বঙ্গ বিজেপি-র নেতৃত্ব বউবাজারের মোড়ে দাঁড়িয়ে যে কথা বলেন, একই কথা তাঁরা বসিরহাটে গিয়েও বলেন- মত তথাগতর। অর্থাৎ তাঁর স্পষ্ট অভিযোগ, মানুষের সমস্যার কথা জানেন না বঙ্গ বিজেপির নেতৃত্ব। তথাগতর কথায়, শুধু পদের লোভ। কী পদ পেলাম, তার দিকে নজর। সংগঠন তৈরির বিষয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই রাজ্য বিজেপি নেতৃত্বের।
আরও পড়ুন: ধামসা মাদল-ঢাকের বাদ্যি, অভিষেকের জন্মদিনে কালীঘাটে অনুগামীদের বাঁধভাঙা উচ্ছ্বাস
এই বিষয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কথাও তোলেন তথাগত রায়। তাঁর কথায়, মহুয়াকে নিয়েও কথা বলতে হচ্ছে বিজেপির জাতীয় নেতৃত্বকে, বাংলায় গেরুয়া শিবিরের কেউ বলার যোগ্যই নন।
রাজনৈতিক মহলের মতে, তথাগতর কথা থেকেই স্পষ্ট ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি পায়ের তলায় মাটি নেই। আর সেটা বুঝেই তার জন্য বঙ্গের গেরুয়া শিবিরকেই কাঠগড়ায় তুললেন বর্ষীয়ান বিজেপি নেতা।