Thursday, November 13, 2025

অভিষেককে ফের তলব করতেই ইডিকে ‘প্রভুভক্ত কুকুর’ বলে তোপ দেবাংশুর

Date:

Share post:

ফের বিজেপির প্রতিহিংসার রাজনীতি। জন্মদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ইডির। সূত্রের খবর, ইডির ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বুঝতে পেরে লোকসভা ভোটের আগে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। গোটা দেশে বেছে বেছে বিরোধী রাজনৈতিক নেতা-নেত্রীদের টার্গেট করছে বিজেপি। এবং তাঁদের পিছনে এজেন্সি লেলিয়ে দিচ্ছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব প্রসঙ্গে তৃণমূলের তরফে আইটি সেলের ইনচার্জ দেবাংশু বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একহাত নিয়েছেন। ইডিকে তোপ দেগে তৃণমূল যুবনেতার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট। যেখানে তিনি ইডিকে “প্রভুভক্ত কুকুর”র সঙ্গে তুলনা টেনেছেন। দেবাংশু লিখছেন, “নতুন আভ্যন্তরীণ সমীক্ষা হয়েছে। তাতে বঙ্গে বিজেপির অবস্থা তথৈবচ! সেই রিপোর্ট মোদি-শাহের টেবিলে পৌঁছনোর পরেই নতুন করে প্রভুভক্ত সারমেয় দুটি নির্দেশ পেয়েছে, ‘যা, আরেকবার গিয়ে অভিষেককে কামড় দে…, তাতে যদি দুটো সিট বাড়ে!’
কুকুরের তাড়ায় কী আর বসন্ত পিছিয়ে যায় মোদিবাবু? যা হওয়ার তা তো হবেই!”

উল্লেখ্য, আগেও বিভিন্ন মামলায় কখনও কলকাতায়, কখনও দিল্লিতে তলব করেছিল ইডি। বেশিরভাগ ক্ষেত্রেই টানা ৯ থেকে ১০ ঘন্টা ইডি দফতরে ছিলেন অভিষেক। প্রতিবারই হাজিরা দিয়ে তদন্তকারী আধিকারিকদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে মাথা উঁচু করে বেরিয়ে জানিয়েছেন, যতবার সহযোগিতা করতে বলা হবে, ততবার করবেন।

 

spot_img

Related articles

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...