Thursday, August 28, 2025

আপাতত মন্ত্রী থাকছেন বালু, দফতর সামলাবেন প্রতিমন্ত্রী: মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

আপাতত রাজ্যের বনমন্ত্রী পদে থাকছেন রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়া মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই। বুধবার মন্ত্রিসভার বৈঠকে বালুর দফতর বণ্টন নিয়ে কোনওরকম আলোচনা হয়নি। জ্যোতিপ্রিয় গ্রেফতার হওয়ার পর থেকেই বনমন্ত্রকের দায়িত্ব ওই মন্ত্রকের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা সামলাচ্ছেন। এদিন মন্ত্রিসভার বৈঠকে বালুর মন্ত্রক বণ্টন নিয়ে কোনওরকম আলোচনা না হওয়ায়, ধরে নেওয়া হচ্ছে আপাতত বীরবাহাই ওই দায়িত্ব সামলাবেন। তবে মন্ত্রী পদে জ্যোতিপ্রিয়ই থাকবেন।

এদিন তিনি বলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। রেশন মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রের বঞ্চনা প্রসঙ্গেও সরব হয়েছেন তিনি। স্বাস্থ্য মিশনের বরাদ্দ কেন্দ্র বন্ধ করার পথে হাঁটছে। যা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভপ্রকাশ করেন তিনি।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সকলের সামনে মুখ্যমন্ত্রী বিজেপির ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট করে দেন। দল এবং সরকার যে জ্যোতিপ্রিয়র পাশে আছে সেকথা স্পষ্ট করে দেন নেত্রী। একই সঙ্গে যদি প্রিয় মল্লিকের অনুপস্থিতিতে উত্তর ২৪ পরগনার সংগঠন দেখে রাখার জন্য তিনি ওই জেলার অন্যান্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। জ্যোতিপ্রিয় ছাড়াও রথীন ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য,পার্থ ভৌমিক , শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভায় ওই জেলার প্রতিনিধিত্ব করেন।

Related articles

কোনওদিন কোনও অশুভ শক্তি আমাদের আটকাতে পারেনি: কেন্দ্রকে নিশানা জয়ার

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে চলছে বিশেষ সমাবেশ। শুরুতেই সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বক্তব্য...

‘বাপ কা বেটা’, আর্যবীরের ব্যাটিং তাণ্ডবে পিতা সেহবাগের ছায়া

কথায় আছে বাপ কা বেটা। এই কথাটা যেন বাস্তবে পরিণত করছেন বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) পুত্র আর্যবীর (Aaryavir...

রাজ্যসঙ্গীতে শুরু TMCP-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, বাংলার হেনস্থার প্রতিবাদে সরব ছাত্র পরিষদ 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে বাংলার জয়গান। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত সমাবেশে রাজ্য সঙ্গীত...

মমতা-অভিষেকের পোস্টার হাতে জয় বাংলা স্লোগান, ভিড় বাড়ছে মেয়ো রোডে

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP foundation day) উপলক্ষে সকাল থেকে শহরের সব পথ মিশেছে মেয়ো রোডের রাস্তায়।...
Exit mobile version