Tuesday, May 6, 2025

অ.স্বস্তি বাড়ল দলবদলু শুভেন্দুর দাদার! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

Date:

বড় অস্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) দাদা কৃষ্ণেন্দু অধিকারী (Krishnendu Adhikary)। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের (Division Bench) দ্বারস্থ হল রাজ্য। শুভেন্দুর দাদা কৃষ্ণেন্দু অধিকারীর দায়ের করা মামলায় এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ পুলিশের পাঠানো নোটিশ খারিজের পাশাপাশি এগরার এসডিপিওকে ব্যক্তিগত ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশি দেন। পাশাপাশি বিচারপতি সাফ নির্দেশ দেন, হাই কোর্ট থেকে আগাম অনুমতি না নিয়ে কৃষ্ণেন্দু অধিকারীকে কোনও নোটিশ পাঠানো যাবে না।

সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য। উল্লেখ্য, ২০১৭-১৮ সালে পল্লব দত্ত নামে কাঁথির এক বাসিন্দা অভিযোগ তোলেন, রাস্তার এলইডি লাইট লাগানোর ক্ষেত্রে বড় দুর্নীতির সাক্ষী কাঁথির সাংসদ শিশির অধিকারীর বড় ছেলে কৃষ্ণেন্দু অধিকারী। একই মামলায় শিশিরের আরও এক ছেলে তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর স্ত্রী সুতপা অধিকারীকেও নোটিশ দেয় পুলিশ। এরপর এফআইআর দায়ের হয় ও তদন্ত শুরু করে পুলিশ। কৃষ্ণেন্দুর দাবি, মূল অভিযুক্তদের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না। কিন্তু চার বছর আগের সেই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি সাক্ষী হিসেবে উপস্থিত হওয়ার জন্য নোটিশ পাঠায় পুলিশ। অভিযোগ, সাক্ষ্য দেওয়ার সময় শেষ ১০ বছরের আইটি রিটার্ন জমা দিতে হবে বলে উল্লেখ করা হয়। সাক্ষী হিসেবে ডেকে কেন আইটি রিটার্ন চাওয়া হচ্ছে? এই প্রশ্ন তুলে মামলা করেছিলেন কৃষ্ণেন্দু। এরপর আদালতের দ্বারস্থ হন শুভেন্দুর দাদা।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে মামলাটি উঠলে কৃষ্ণেন্দুকে দেওয়া নোটিশ খারিজের নির্দেশ দেন বিচারপতি। হাই কোর্টের নির্দেশ, আদালতের অনুমতি ছাড়া কোনও নোটিশ ও কড়া পদক্ষেপও করা যাবে না তাঁর বিরুদ্ধে।

 

 

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version