Saturday, November 15, 2025

ডাকাতদেরও সংগঠন আছে, রাজনীতিতে নীতি চাই: ‘পদলোভী’ বঙ্গ বিজেপি নেতাদের তোপ তথাগতর

Date:

Share post:

ফের একবার বঙ্গ বিজেপি নেতাদের অস্বস্তি বাড়িয়ে তুলেন প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। রাজ্যের নেতাদের পদ লোভী বলে কটাক্ষ করে তিনি জানালেন, “বঙ্গ বিজেপিতে নীতি চাই। সংগঠন তো ডাকাত দলেরও আছে।” তারই মন্তব্যে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিন তথাগত রায় বলেন, লোকসভা ভোটে প্রচারের কোনও ইস্যু নেই। নেতারা ব্যস্ত রয়েছেন পদ নিয়ে। অথচ জেলায় জেলায় তীব্র আকার ধারণ করেছে গোষ্ঠী দ্বন্দ্ব। এ প্রসঙ্গে পদলোভী নেতাদের কটাক্ষ করে তিনি বলেন, “পার্টির কার্যকর্তাদের চেষ্টা হচ্ছে মানুষের কাছে পৌঁছনো নয়, দলের একটা পদ ও দায়িত্ব কুক্ষিগত করা। দলের দায়িত্ব প্রয়োজন ঠিকই, কিন্তু সেটা গৌণ। প্রধান ও মুখ‌্য হচ্ছে মানুষের কাছে পৌঁছতে হবে। এই মানুষের কাছে পৌঁছনোর বিষয়টা নিয়ে ভাবনাচিন্তাই করা হয়নি। ভাবনাচিন্তার জায়গাটা ব্রাত‌্য হয়ে রয়েছে।” সুর চড়িয়ে তিনি আরো জানান, “বিজেপিতে কাউকে জিজ্ঞেস করলেই খালি বলে সংগঠন। কিন্তু সংগঠনকে তো বানাতে হবে। সংগঠন মানে তো কিছু মানুষের সমষ্টি। সেই সমষ্টি ধরে রাখবে কে? বঙ্গ বিজেপির নীতি, চিন্তাভাবনা, থিঙ্কট‌্যাঙ্ক কিছুই নেই। শুধু সংগঠন আর সংগঠন বলে জপ করে যাচ্ছে। আরে, সংগঠন তো ডাকাত দলেরও আছে। কিন্তু রাজনৈতিক দলের সংগঠনের একটা নীতি থাকে। সেই নীতির চেহারাটা তো বোঝা দরকার।”

নীতিহীন দলে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদারের মতো নেতাদের উদ্দেশ্যে নাম না করে তথাগত আরো জানান, “যে নেতারা আছেন তাঁরা যে কার্যপ্রণালী ধরে কাজ করছেন তার মধ্যে চিন্তাভাবনার কোনও জায়গা নেই। আমি মনে করি, লোকসভায় যদি ১৮টি আসন ধরে রাখতে হয় বা তার চেয়ে বেশি আসন পেতে হয় তাহলে তো ভাবনাচিন্তা করতে হবে।” এরপরই সিপিএমের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “সিপিএমের মুখপত্র গণশক্তি কাগজে যা ছাপা হয় গ্রামেগঞ্জের কর্মীরা তার মাধ‌্যমে জেনে যায় দলের কী নীতি, কীভাবে রূপায়ণ করতে হবে। এরকম কোনও চিন্তা বিজেপিতে নেই। আমাদের মুখপত্রই নেই।’’ বিস্ফোরক তথাগত রায়ের মন্তব‌্য, ‘‘আমাদের পার্টিতে কোন মণ্ডলে, কোন অঞ্চলে কে সাধারণ সম্পাদক, কে সভাপতি হচ্ছে, এই নিয়েই সবাই যদি মগ্ন থাকে তাহলে তো সেই দল ভালোভাবে এগোতে পারবে না।”

শুধু তাই নয়, ইডি—সিবিআই নিয়ে রাজ‌্য বিজেপি নেতাদের মাতামাতিও ভালো চোখে দেখছেন না তথাগত রায়। বলেন, ‘‘রাজ‌্য বিজেপির সঙ্গে ইডি—সিবিআইয়ের কী সম্পর্ক আছে। পার্টি পার্টির কাজ করবে। সরকার সরকারের কাজ করবে।’’

 

spot_img

Related articles

তৃতীয় দিনেই ম্যাচের সমাপ্তি! প্রশ্নের মুখে ইডেনের পিচ

ভারত দক্ষিণ আফ্রিকা(Ind vs Sa) প্রথম টেস্টের যবনিকা পতন হবে রবিবার সকলেই? বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয়...

দুর্নীতি নিয়ে মুখ খুলতেই দল বিরোধী! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীসহ তিনজনকে সাসপেন্ড বিজেপির

বিজেপির তোষণের রাজনীতির সমালোচনা করলেই যে তিনি দলবিরোধী হবেন, দল হিসাবে এটাই বিজেপির নীতি। যা বারাবার প্রকাশ্যে এসেছে।...

বিহারের জয়ী ‘বাংলার ছেলে’! খুশি উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ড

বিহার বিধানসভা নির্বাচনের ফল গিয়েছে বিজেপি-নীতীশ জোটের পক্ষে। তা নিয়ে বঙ্গ রাজনীতিতেও বিপুল কাটাছেঁড়া চলছে। কিন্তু শুক্রবার নির্বাচনের...

বাগুইহাটি উড়ালপুলে উল্টে গেল সেনা বাস, অল্পের জন্য প্রাণরক্ষা ক্যাব চালকের

শহরের বুকে দুর্ঘটনার কবলে সেনা বাস। শনিবার সকালে রঘুনাথপুরের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাগুইহাটি উড়ালপুলের (Baguiati...