ফের বিজেপির প্রতিহিংসার রাজনীতি, জন্মদিনে অভিষেককে নোটিশ ইডির, হাজিরা বৃহস্পতিবার

আগামিকাল ৯ নভেম্বর সিজিওতে তলব করা হয়েছে। অভিষেককে। অসমর্থিত সূত্রের খবর, তদন্তে সহযোগিতা করতে তিনি ইডির মুখোমুখি হবেন

পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বুঝতে পেরে লোকসভা ভোটের আগে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে কেন্দ্রের।নরেন্দ্র মোদি সরকার। গোটা দেশে বেছে বেছে বিরোধী রাজনৈতিক নেতা-নেত্রীদের টার্গেট করছে বিজেপি। এবং তাঁদের পিছনে এজেন্সি লেলিয়ে দিচ্ছে। এই যেমন, জন্মদিনেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ইডির নোটিশ। নিয়োগ মামলায় আগামিকাল ৯ নভেম্বর সিজিওতে তলব করা হয়েছে। অভিষেককে। অসমর্থিত সূত্রের খবর, তদন্তে সহযোগিতা করতে তিনি ইডির মুখোমুখি হবেন। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেকে দ্বিতীয়বার তলব করল ইডি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব প্রসঙ্গে তৃণমূলের তরফে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, অভিষেককে বার বার টার্গেট করা হচ্ছে। রাজনৈতিকভাবে তৃণমূলকে ভাঙার চেষ্টা। তবে অভিষেককে যতবার তলব করা হয়েছে, তদন্তে সবরকম সহযোগিতা করেছেন তিনি। কিন্তু জন্মদিনের পরই আবারও তাঁকে ডেকে রাজনৈতিক প্রতিহিংসাই চরিতার্থ করার চেষ্টা করা হচ্ছে। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, যত ইডি-সিবিআই ডাকবে, ততই স্টেটাস বাড়বে।

উল্লেখ্য, এই মামলাতে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে গত ৩ অক্টোবর নোটিশ পাঠানো হয়েছিল অভিষেককে । কিন্তু ওই দিনই দিল্লিতে পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল অভিষেকের। সেই কারণে সিজিওতে যেতে পারেননি। তার আগেও বিভিন্ন মামলায় কখনও কলকাতায়, কখনও দিল্লিতে তলব করেছিল ইডি। বেশিরভাগ ক্ষেত্রেই টানা ৯ থেকে ১০ ঘন্টা ইডি দফতরে ছিলেন তিনি। প্রতিবারই হাজিরা দিয়ে তদন্তকারী আধিকারিকদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে মাথা উঁচু করে বেরিয়ে জানিয়েছেন, যতবার সহযোগিতা করতে বলা হবে, ততবার করবেন।

 

Previous articleমিজোরামে একদিনও প্রচারে গেলেন না মোদি! প্রধানমন্ত্রীর ‘উত্তর-পূর্ব ভীতি’কে কটাক্ষ বিরোধীদের
Next articleডাকাতদেরও সংগঠন আছে, রাজনীতিতে নীতি চাই: ‘পদলোভী’ বঙ্গ বিজেপি নেতাদের তোপ তথাগতর