Wednesday, August 27, 2025

সরকারি জলাশয়ে মাছ চাষের ওপর নজরদারি করতে সর্বোচ্চ স্তরের কমিটি গড়ল রাজ্য সরকার। বুধবার  নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই কমিটি গঠন করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন দফতরের অধীনে বহু  জলাশয় রয়েছে। সেই জলাশয়ে ব্যাক্তিগত বা সমষ্ঠিগত ভাবে মাছ চাষ করেন স্থানীয়রা। কিন্তু সরকারকে কোনও রকম রাজস্ব দেওয়া হয়না।
এই পরিস্থিতিতে রাজ্য সরকার সরকারি খাস জমিতে থাকা বিভিন্ন জলাশয়গুলি থেকে রাজস্ব আয় বৃদ্ধি করতে উদ্যোগী হল ।  কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব পাশ হয়েছে । কমিটির অপর দুই সদস্য রয়েছেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

এই ধরনের যে সব জলাশয়ে সরকারকে কোন রাজস্ব না দিয়ে ব্যক্তিগত ভাবে মাছ চাষ করা হচ্ছে সেগুলিকে চিহ্নিত করে, তার থেকে কিভাবে আয় আনা যায় কমিটি তা নিয়ে সমীক্ষা করে রিপোর্ট জমা দেবে।
নবান্ন সূত্রে খবর, মৎস্য দফতর মাছ চাষের জন্য নিয়ম মেনে জলাশয়গুলি লিজ দেবে। এর ফলে মাছ উৎপাদন বাড়বে। পাশাপাশি লিজ দিয়ে রাজ্য সরকারের আয়ও বাড়বে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এখন বেশিরভাগ জলাশয়ই বেদখল হয়ে রয়েছে। অনেকে সেখানে মাছ চাষও করছেন। অথচ সরকারি জলাশয় হওয়া সত্ত্বেও সেখান থেকে সরকারের কোনও আয় হচ্ছে না। তাই ওই সব জলাশয়ের স্থায়ী বিলি বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

Related articles

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...

স্কুলের শৌচাগারে অগ্নিদগ্ধ পঞ্চমের ছাত্রী! পাটনায় বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের শৌচাগারের মধ্যে রহস্যজনকভাবে পুড়ে মৃত্যু (burnt alive) হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ ও...
Exit mobile version