Thursday, August 21, 2025

গ্লেন ম্যাক্সওয়েল যা করলেন তা অবিশ্বাস্য। কারণ, এমন মহাকাব্য ক্রিকেট মাঠে এর আগে দেখেনি কেউই। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসেই এমন কোনও কিছুর নজির আছে কী? ম্যাক্সওয়েল নিজের নাম যেভাবে ইতিহাসের পাতায় লিখে নিয়েছেন, তা অদূর ভবিষ্যতে ভাঙতে পারা সম্ভব নাও হতে পারে। যদিও রেকর্ড তৈরি হয় নতুন রেকর্ড গড়া হবে বলে।

আফগানিস্তানকে অবিশ্বাস্যভাবে হারানো ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ১২৮ বলে ২১টি চার ও ১০টি ছয়ে খেলা এই ইনিংসে বেশ কয়েকটি রেকর্ড নিজের করে নিয়েছেন ‘দি বিগ শো’ বলে খ্যাত ম্যাক্সওয়েল।অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ তো বটেই, ওয়ানডেতেই এটি কারোর প্রথম ডাবল সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে ছয় নম্বরে নেমে খেলা সর্বোচ্চ রানের ইনিংস এটি৷ বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ইনিংস খেলেছেন ম্যাক্সি।

ম্যাক্সওয়েলই প্রথম ব্যাটসম্যান রান তাড়া করতে গিয়ে যিনি ডাবল সেঞ্চুরি করে বিশ্বকাপে দলকে ম্যাচ জেতালেন। প্যাট কামিন্সের সঙ্গে তিনি গড়েছেন ২০২ রানের অবিচ্ছিন্ন জুটি। এই জুটিতেও হয়েছে বেশ কয়েকটি রেকর্ড।

অষ্টম উইকেটে এটি অস্ট্রেলিয়া এবং বিশ্বকাপেরই সেরা জুটি। সবমিলিয়ে বিশ্বকাপে এটি অজিদের ষষ্ঠ সেরা জুটি। বিশ্বকাপে এটিই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। আগের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮৭।

২০২ রানের এই জুটিতে অধিনায়ক প্যাট কামিন্সের অবদান ৬৮ বলে ১১। যার প্রভাব ছিল রানসংখ্যার চেয়ে অনেক বেশি। সবমিলিয়ে মনে রাখার মতো এক ক্রিকেট ম্যাচই উপহার দিয়েছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া।

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version