Friday, November 14, 2025

নিয়ম মেনে কেন্দ্রীয় এজেন্সির নির্ধারিত সময়ের মধ্যেই ইডি দফতরে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে আগেই জানানো হয়েছিল যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডাকে সাড়া দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেইমতো আজ সকাল ১০:৪৮ মিনিটে কালীঘাটের পটুয়া পাড়ার বাড়ি থেকে বেরিয়ে পড়েন অভিষেক। সকাল ১১:০৪ মিনিটে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ED দফতর। বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছেন।

নিয়োগ সংক্রান্ত মামলায় বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকে পাঠানো এবং তারপর ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদের নামে সময় নষ্ট করা যেন এক প্রকার রুটিনে পরিণত হয়েছে। এর আগে অভিষেকের ঘোষিত কর্মসূচির মধ্যে বারবার তাঁকে ডেকে পাঠিয়ে ‘ভয়’ দেখাতে চেয়েছে ইডি সিবিআই। তৃণমূল কংগ্রেস বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির গলার কাঁটা। এই প্রতিমুহূর্তে তাঁকে আটকানোর, তাঁর কাজে বাধা দেওয়ার ফন্দি করছে বিজেপি পরিচালিত এজেন্সি গুলি। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বুঝতে পেরে লোকসভা ভোটের আগে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কিন্তু “অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুকেগা নেহি” ।

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...
Exit mobile version