Thursday, August 21, 2025

ফের অ.শান্ত মণিপুর! ইম্ফলে দু’জনের দেহ উদ্ধারের ঘটনায় চা.ঞ্চল্য, বেশ কয়েকটি জেলায় ফিরছে ইন্টারনেট

Date:

সময় যত গড়াচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে মণিপুর (Manipur)। এবার অজ্ঞাতপরিচয় এক পুরুষ ও মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছাড়ল মণিপুরের রাজধানী ইম্ফলে (Imphal)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই মহিলার ও পুরুষের দেহ উদ্ধার হয়। এদিকে গত রবিবারই নিখোঁজ হয়ে যায় ২ কিশোর। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে। ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ইম্ফল। যদিও ওই দুই কিশোরের নিখোঁজ হওয়ার পিছনে জড়িত সন্দেহে ইতিমধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে অশান্তি ছড়িয়েছে মণিপুরে। তবে এমন আবহে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যের বেশ কয়েকটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা (Internet Service) ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে যে দু’জনের দেহ উদ্ধার হয়েছে, তাঁদের নাম এবং পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পূর্ব ইম্ফলের তাখোক মাপাল মাখা এলাকায় বছর চল্লিশের এক ব্যক্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তার কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার তাইরেনপোকপি এলাকা থেকে মধ্যবয়সি এক মহিলার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তাঁর মাথায় গুলির আঘাতের চিহ্ন স্পষ্ট। পুলিশ সূত্রে খবর, পশ্চিম ইম্ফলের কাংচুপ এলাকা থেকে সম্প্রতি চার জন নিখোঁজ হয়ে গিয়েছিলেন। সেই চার জনের মধ্যে এক জন হতে পারেন উদ্ধার হওয়া এই মহিলা। এদিকে নতুন করে দু’জনের গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় ইম্ফলে আবার উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে।

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version