Tuesday, August 12, 2025

সাংসদ-বিধায়কদের বিরু.দ্ধে ফৌজ.দারি মা.মলা নিয়ে বড় নির্দেশ শীর্ষ আদালতের!

Date:

ফৌজদারি মামলায় (Criminal Case)জড়িত থাকা রাজনৈতিক নেতাদের পুনরায় নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিমকোর্ট (Supreme Court)। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, সাংসদ -বিধায়কদের ক্রিমিনাল কেসের দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টের (High Court) নজরদারি প্রয়োজন। সেক্ষেত্রে নিম্ন আদালত স্বতঃপ্রণোদিত মামলার রুজু করতে পারেন। তবে হাইকোর্টের জন্য এই সংক্রান্ত গাইডলাইন তৈরি করে দেওয়া সুপ্রিম কোর্টের (Supreme Court)পক্ষে সম্ভব নয়।

গুরুতর ‘অপরাধ’ করে দোষী সাব্যস্ত হয়েছেন যে রাজনীতিবিদরা, তাঁরা কি আজীবন নির্বাচনে (Election) লড়াই করার সুযোগ পাওয়ার যোগ্য? এই প্রশ্নের উত্তর জানতেই আজ শীর্ষ আদালতের দিকে তাকিয়েছিল গোটা দেশ। ফৌজদারি মামলায় (Criminal Case) দু বছর বা তার বেশি সময় জেল খেটেছেন যে সমস্ত নেতারা তাঁদের আজীবন ভোটে দাঁড়ানোর উপর নিষেধাজ্ঞা চাপানো হোক— এই আবেদন জানিয়ে আজ থেকে বছর সাতেক আগে শীর্ষ আদালতে মামলা করেন অশ্বিনীকুমার উপাধ্যায় (Aswini Kumar Upadhyay)। আজ সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের (Justices DY Chandrachud, JB Pardiwala and Manoj Mishra) বেঞ্চ এই মামলার শুনানিতে হাইকোর্টকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। সর্বোচ্চ আদালতে তরফে স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে যে হাইকোর্টকে স্বতঃপ্রণোদিত হয়ে এই সমস্ত মামলায় নজরদারি চালাতে হবে।বিরল এবং বাধ্যতামূলক কারণ ছাড়া সাংসদ, বিধায়ক এবং বিধান পরিষদের সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলার শুনানি স্থগিত করা যাবে না। উল্লেখ্য দেশের হাই কোর্টগুলিতে সাংসদ এবং বিধায়কদের বিরুদ্ধে প্রায় ৫ হাজার ১৭৫টি মামলা ঝুলে রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশই গত পাঁচ বছরের। সুপ্রিম কোর্ট এইসব মামলার দ্রুত নিষ্পত্তির জন্য কড়া নির্দেশ দিয়েছে। যদিও যে রাজনৈতিক ব্যক্তিত্বরা অপরাধ করেছেন তাঁদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার ‘ছ’বছরের নিষেধাজ্ঞা যথেষ্ট কিনা তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Related articles

১৭ অগাস্ট ডুরান্ড কোয়ার্টার ফাইনালে ডার্বি হচ্ছে না

১৭ অগাস্ট  ডুরান্ডের মঞ্চে কী হবে ডার্বি (Derby)! এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে। মঙ্গলবার রাতেই হবে ডুরান্ড কাপের...

সকাল ৭টায় ‘ধূমকেতু’র প্রথম শো, ইতিহাস তৈরি করে বাংলায় ট্রেন্ড সেট দেবের!

বছর দুয়েক আগে 'পাঠান' বা 'জওয়ান' দেখতে কাকভোর থেকেই সিনেমা হলের বাইরে লম্বা লাইন দিয়েছিলেন শাহরুখ ফ্যানেরা। এবার...

অভয়ার বাবা-মায়ের চিকিৎসা দরকার, বললেন ডাক্তার

অভয়ার বাবা-মায়ের 'অসুস্থতা' নিয়ে মুখ খুললেন ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় (Dr Narayan banerjee)। তাঁর কথায়,"আমি ওঁর মা-বাবার মেন্টাল কন্ডিশন...

ফাঁসির মঞ্চে প্রাণ দেওয়া ‘বসুকে’ ওরা ‘সিং’ বানাচ্ছে কেন? কড়া নিন্দা মুখ্যমন্ত্রীর

শহিদ ক্ষুদিরামের ফাঁসির রায়ের ঐতিহাসিক নথি হাতে পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খতিয়ে দেখার পরেই তীব্র নিন্দা...
Exit mobile version