Tuesday, November 4, 2025

শেষরক্ষা হল না! আমেরিকায় ল.ড়াই থামল জিমে আ.ক্রান্ত ভারতীয় ছাত্র বরুণের

Date:

আমেরিকার (America) ইন্ডিয়ান প্রদেশে (Indiana) জিম করতে গিয়ে দুষ্কৃতীর ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছিলেন ভারতীয় ছাত্র (Indian Student) বরুণ রাজ পুচা (Varun Raj Pucha)। এরপরই তাঁকে হাসপাতালে (Hospitalised) ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসা চলছিল ভারতীয় ওই ছাত্রের। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল ভারতীয় ওই ছাত্র। গত কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষরক্ষা হল না। জানা গিয়েছে, বুধবার মৃত্যু হয়েছে তাঁর। তেলেঙ্গানার বাসিন্দা বরুণ ভালপারাইসো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের (Computer Science) ছাত্র ছিলেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের তরফে ছাত্রের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।


তেলেঙ্গানার (Telengana) বাসিন্দা বছর ২৪-এর বরুণ লেখাপড়া করতে আমেরিকায় গিয়েছিলেন। বিজ্ঞান বিষয়ে স্নাতক স্তরে ভর্তি হয়েছিলেন ইন্ডিয়ানা প্রদেশের ভালপারাইসো বিশ্ববিদ্যালয়ে। আর সেকারণেই ইন্ডিয়ানাতে থাকতেন তিনি। এদিকে গত ২৯ অক্টোবর জিমে যান ওই পড়ুয়া। সেখানেই এক দুষ্কৃতী তাঁর মাথায় ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জর্ডান অ্যান্ড্রেড নামে এক ব্যক্তি ছুরি নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযুক্ত জর্ডান আন্দ্রাদকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আন্দ্রেদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে আন্দ্রে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বরুণের জন্য একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে বলেই জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে চিকিৎসকরা জানিয়েছিলেন বরুণ লাইফ সাপোর্টে আছেন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এরপরই পড়ুয়ার মৃত্যুর কথা জানিয়েছে ভালপারাইসো বিশ্ববিদ্যালয়।

এদিকে ভারতীয় ছাত্রের ওপর নৃশংস হামলায় আগেই সরব হয় আমেরিকা। ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় ছাত্রের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। এক বিবৃতি জারি করে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে ভারাক্রান্ত হৃদয়ে আমরা বরুণ রাজ পুচার মৃত্যুসংবাদ সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। বিশ্ববিদ্যালয় পরিবার তার এক সদস্যকে হারাল। বরুণের পরিবার এবং বন্ধুদের প্রতি রইল আমাদের আন্তরিক প্রার্থনা। তাদের এই ভয়ংকর ক্ষতির জন্য শোকপ্রকাশ করছি।

 

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version