Tuesday, May 6, 2025

ফের বড়সড় দুর্ঘটনা মুম্বাইয়ে (Mumbai)। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে একটি এসইউভি (SUV) গাড়ি দ্রুতগতিতে এসে একের পর এক গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও ছ’জন। মুম্বাইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কের টোল প্লাজায়(Toll Plaza) দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে খবর, এদিন এসইউভিটি খুব দ্রুত গতিতে বান্দ্রার দিকে আসছিল। রাত সাড়ে ১০টা নাগাদ বান্দ্রা-ওরলি সি লিঙ্কের টোল প্লাজার ১০০ মিটার আগে একটি নিয়ন্ত্রণ হারিয়ে এসইউভিটি অন্য একটি গাড়িতে ধাক্কা মারে। এরপরই সেখান থেকে পালাতে গিয়ে টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা আরও বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা মারে এসইউভিটি। দুর্ঘটনার জেরে ইতিমধ্যে দু’জন মহিলা-সহ মোট তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। ইতিমধ্যে, ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরও সামান্য আঘাত লেগেছে বলে খবর। পাশাপাশি গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।

মুম্বাই পুলিশ সূত্রে খবর, এদিন একটি গাড়িতে ধাক্কা মেরে পালাতে গিয়ে এসইউভিটি টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা আরও দুই থেকে তিনটি গাড়িকে ধাক্কা মারে। দুর্ঘটনায় মোট ন’জন আহত হন। যার মধ্যে তিন জন মারা যান এবং বাকি ছ’জনের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

 

Related articles

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...
Exit mobile version