Wednesday, August 20, 2025

ফের বড়সড় দুর্ঘটনা মুম্বাইয়ে (Mumbai)। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে একটি এসইউভি (SUV) গাড়ি দ্রুতগতিতে এসে একের পর এক গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও ছ’জন। মুম্বাইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কের টোল প্লাজায়(Toll Plaza) দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে খবর, এদিন এসইউভিটি খুব দ্রুত গতিতে বান্দ্রার দিকে আসছিল। রাত সাড়ে ১০টা নাগাদ বান্দ্রা-ওরলি সি লিঙ্কের টোল প্লাজার ১০০ মিটার আগে একটি নিয়ন্ত্রণ হারিয়ে এসইউভিটি অন্য একটি গাড়িতে ধাক্কা মারে। এরপরই সেখান থেকে পালাতে গিয়ে টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা আরও বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা মারে এসইউভিটি। দুর্ঘটনার জেরে ইতিমধ্যে দু’জন মহিলা-সহ মোট তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। ইতিমধ্যে, ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরও সামান্য আঘাত লেগেছে বলে খবর। পাশাপাশি গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।

মুম্বাই পুলিশ সূত্রে খবর, এদিন একটি গাড়িতে ধাক্কা মেরে পালাতে গিয়ে এসইউভিটি টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা আরও দুই থেকে তিনটি গাড়িকে ধাক্কা মারে। দুর্ঘটনায় মোট ন’জন আহত হন। যার মধ্যে তিন জন মারা যান এবং বাকি ছ’জনের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

 

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version