Wednesday, August 20, 2025

হাওড়ায় হনুমান জুটমিলের ছাদ ভেঙে দু.র্ঘটনা! অনেক শ্রমিকের আটকে থাকার আ.শঙ্কা

Date:

নির্মাণের (Construction) কাজ চলাকালীন আচমকাই দুর্ঘটনা। ভেঙে পড়ল হাওড়া হনুমান জুটমিলের (Hanuman Jute Mill) ছাদ। দুর্ঘটনায় কয়েক জন শ্রমিকের (Workers) চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। পাশাপাশি ঘটনায় বেশ কয়েক জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে হাওড়ার (Howrah) মালিপাঁচঘ়ড়া থানা এলাকার ঘুসুড়ির হনুমান চটকলের ঘটনা। স্থানীয় সূত্রে খবর এদিন সকাল ৬টা নাগাদ চটকলের শ্রমিকদের একটি অংশের ডিউটি শেষ। অন্য শ্রমিকরা শিফটের কাজ বুঝে নেওয়ার আগে আচমকাই বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চটকলের ছাদের একটি অংশ। কয়েক জন শ্রমিকের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে মালিপাঁচঘড়া থানার পুলিশ ও দমকল। পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থলে পৌঁছয় বালি এবং লিলুয়া থানার পুলিশও। হাজির হন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী। এদিকে জোরকদমে উদ্ধারকাজ শুরু করেছে দমকল, বিপর্যয় মোকাবিলাবাহিনী এবং পুলিশ। এদিকে এদিনের দুর্ঘটনায় বেশ কয়েক জন শ্রমিক আহত হয়েছেন। তড়িঘড়ি তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে বুলডোজার এনে চলছে উদ্ধারকাজ। আর শুক্রবার সকালের দুর্ঘটনাকে কেন্দ্র করে মিল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী বলেন, ধ্বংসস্তূপের তলায় কয়েক জন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজ শেষ হলে বিস্তারিত জানা যাবে। তার আগে এখনই কিছু বলা সম্ভব নয়। অন্যদিকে, জুটমিল শ্রমিকদের অভিযোগ, কারখানার মেরামতি এবং সংস্কারের কাজে মিল কর্তৃপক্ষের নজর নেই। এই বিপর্যয়ের নেপথ্যে কর্তৃপক্ষের গাফিলতির দিকেই অভিযোগের আঙুল তুলছেন শ্রমিকরা।

 

 

 

 

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...
Exit mobile version