Monday, May 5, 2025

ফের প্রাণ গেল লস্কর-ই-তৈবার আরও এক শীর্ষ জঙ্গির। পাকিস্তান পুলিশ সূত্রে খবর, নিহত জঙ্গির নাম আক্রম খান গাজি (Akram Khan Gazi)। পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখাওয়ায় বাইকে চেপে আসা অজ্ঞাত পরিচয় দুই আততায়ী গাজিকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। এরপরই তারা গা ঢাকা দেয় বলে খবর। গাজিকে নিয়ে গত ছয় দিনে দ্বিতীয় লস্কর জঙ্গি নিহত হল পাকিস্তানে। গত রবিবার খোয়াজা শাহিদ (Khawaja) নামে এক জঙ্গিকে কয়েকজন অজ্ঞাত পরিচয় যুবক অপহরণ করে। পরে পাকিস্তানের দখলিকৃত কাশ্মীর সীমান্তে তার গলা কাটা দেহ উদ্ধার হয়।

শাহিদের পাশাপাশি আক্রমের বিরুদ্ধেও ভারতে লাগাতার সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল। শাহিদ দুটি জঙ্গি অভিযানে নেতৃত্ব দিয়েছে বলে খবর ছিল। তবে ভারতে হামলা চালানোই ছিল গাজির প্রধান লক্ষ্য। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে, সেই ছিল জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার মূল রিক্রুটার অর্থাৎ, তার হাত ধরেই জঙ্গি দলে যোগ দিয়েছে বহু যুবক। কাশ্মীর উপত্যকায় হামলাকারী অনেক জঙ্গিরই মগজ ধোলাই করেছিল সে। সূত্রের খবর, লস্করের কেন্দ্রীয় নিয়োগ কমিটির অন্যতম সদস্য ছিল এই গাজি। ভারতের বিরুদ্ধে ঘৃণামূলক ভাষণ দেওয়ার জন্য কুখ্যাত ছিল সে।

তবে গাজির হত্যার ঘটনা শুধু লস্করের জন্য নয়, আইএসআই-এর জন্যও বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত রবিবারই, অপহরণ করা হয়েছিল লস্করের আরেক কমান্ডার খোয়াজা শহিদকে। ২০১৮ সালে জম্মু ও কাশ্মীরের সুনজাওয়ান হামলার অন্যতম মাস্টারমাইন্ড ছিল সে। পরে, পাক অধিকৃত কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছেই এক জায়গায় তার মাথা কটা দেহ পাওয়া গিয়েছিল।

 

 

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version