Wednesday, August 20, 2025

ফের প্রাণ গেল লস্কর-ই-তৈবার আরও এক শীর্ষ জঙ্গির। পাকিস্তান পুলিশ সূত্রে খবর, নিহত জঙ্গির নাম আক্রম খান গাজি (Akram Khan Gazi)। পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখাওয়ায় বাইকে চেপে আসা অজ্ঞাত পরিচয় দুই আততায়ী গাজিকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। এরপরই তারা গা ঢাকা দেয় বলে খবর। গাজিকে নিয়ে গত ছয় দিনে দ্বিতীয় লস্কর জঙ্গি নিহত হল পাকিস্তানে। গত রবিবার খোয়াজা শাহিদ (Khawaja) নামে এক জঙ্গিকে কয়েকজন অজ্ঞাত পরিচয় যুবক অপহরণ করে। পরে পাকিস্তানের দখলিকৃত কাশ্মীর সীমান্তে তার গলা কাটা দেহ উদ্ধার হয়।

শাহিদের পাশাপাশি আক্রমের বিরুদ্ধেও ভারতে লাগাতার সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল। শাহিদ দুটি জঙ্গি অভিযানে নেতৃত্ব দিয়েছে বলে খবর ছিল। তবে ভারতে হামলা চালানোই ছিল গাজির প্রধান লক্ষ্য। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে, সেই ছিল জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার মূল রিক্রুটার অর্থাৎ, তার হাত ধরেই জঙ্গি দলে যোগ দিয়েছে বহু যুবক। কাশ্মীর উপত্যকায় হামলাকারী অনেক জঙ্গিরই মগজ ধোলাই করেছিল সে। সূত্রের খবর, লস্করের কেন্দ্রীয় নিয়োগ কমিটির অন্যতম সদস্য ছিল এই গাজি। ভারতের বিরুদ্ধে ঘৃণামূলক ভাষণ দেওয়ার জন্য কুখ্যাত ছিল সে।

তবে গাজির হত্যার ঘটনা শুধু লস্করের জন্য নয়, আইএসআই-এর জন্যও বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত রবিবারই, অপহরণ করা হয়েছিল লস্করের আরেক কমান্ডার খোয়াজা শহিদকে। ২০১৮ সালে জম্মু ও কাশ্মীরের সুনজাওয়ান হামলার অন্যতম মাস্টারমাইন্ড ছিল সে। পরে, পাক অধিকৃত কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছেই এক জায়গায় তার মাথা কটা দেহ পাওয়া গিয়েছিল।

 

 

 

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version