Monday, May 5, 2025

নিম্নচাপের ভ্রূকুটি! কালীপুজো-ভাইফোঁটাতেও ভি.লেন বৃষ্টি? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

হালকা শীতের আমেজ রাজ্যে! তবে জাঁকিয়ে শীত (Winter) কবে থেকে পড়বে, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন বঙ্গবাসী। এমন আবহে ফের নিম্নচাপের আশঙ্কার কথা শোনাল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Office)। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, পূর্ব মধ্য আরব সাগরে তৈরি হওয়া ঘূনাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তবে শুক্রবারই সেটি শক্তি হারাবে। ফলে এই নিম্নচাপ বাংলায় কোন প্রভাব ফেলবে না। এছাড়া একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন ও সংলগ্ন এলাকায়। এর ফলে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে। তবে বঙ্গে এখনই বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই।

হাওয়া অফিস শুক্রবার সাফ জানিয়েছে, আগামী ৫ থেকে ৭ দিন এরকমই থাকবে আবহাওয়া। নতুন করে আর তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সর্বোচ্চ ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে ১৬ থেকে ১৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা। এদিকে কালীপুজোতে শীতের আমেজ। পাশাপাশি ভাইফোঁটাতেও আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন উত্তুরে হাওয়ার প্রভাব বাড়বে। এছাড়া উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোনও জেলাতে আগামী কয়েকদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই সাফ জানিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯৪ শতাংশ।

 

 

 

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version