Thursday, August 21, 2025

নিম্নচাপের ভ্রূকুটি! কালীপুজো-ভাইফোঁটাতেও ভি.লেন বৃষ্টি? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

হালকা শীতের আমেজ রাজ্যে! তবে জাঁকিয়ে শীত (Winter) কবে থেকে পড়বে, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন বঙ্গবাসী। এমন আবহে ফের নিম্নচাপের আশঙ্কার কথা শোনাল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Office)। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, পূর্ব মধ্য আরব সাগরে তৈরি হওয়া ঘূনাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তবে শুক্রবারই সেটি শক্তি হারাবে। ফলে এই নিম্নচাপ বাংলায় কোন প্রভাব ফেলবে না। এছাড়া একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন ও সংলগ্ন এলাকায়। এর ফলে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে। তবে বঙ্গে এখনই বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই।

হাওয়া অফিস শুক্রবার সাফ জানিয়েছে, আগামী ৫ থেকে ৭ দিন এরকমই থাকবে আবহাওয়া। নতুন করে আর তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সর্বোচ্চ ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে ১৬ থেকে ১৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা। এদিকে কালীপুজোতে শীতের আমেজ। পাশাপাশি ভাইফোঁটাতেও আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন উত্তুরে হাওয়ার প্রভাব বাড়বে। এছাড়া উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোনও জেলাতে আগামী কয়েকদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই সাফ জানিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯৪ শতাংশ।

 

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version