শান্তিনিকেতন থানায় হাজিরা এড়ালেন বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

শান্তিনিকেতন থানার আইনি নোটিশের প্রেক্ষিতে তিন সপ্তাহ সময় চেয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী। তবে তাঁকে এত সময় দেওয়া যাবে না বলেও জানিয়েছেন পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক

আজ, শুক্রবার শান্তিনিকেতন থানায় হাজিরা এড়ালেন বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। গত পাঁচ বছরে বহু বিতর্কে জড়ানো ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। উপাচার্য পদে থাকাকালীনও বিদ্যুৎ চক্রবর্তীকে নোটিশ পাঠিয়েছিল পুলিশ। কিন্তু বিভিন্ন অজুহাতে তিনি বিষয়টি এড়িয়ে যেতেন বলে অভিযোগ। ফের একই পদ্ধতি অবলম্বন করায় নিজের জন্য আরও বিড়ম্বনা বাড়ালেন বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

পুলিশ সূত্রে খবর, শান্তিনিকেতন থানার আইনি নোটিশের প্রেক্ষিতে তিন সপ্তাহ সময় চেয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী। তবে তাঁকে এত সময় দেওয়া যাবে না বলেও জানিয়েছেন পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক। মোট পাঁচটি মামলার প্রেক্ষিতে বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নোটিশ দিয়েছিল শান্তিনিকেতন থানা। কিন্তু বার বার হাজিরা এড়িয়ে নিজের বিপদ ডেকে আনছেন বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞদের একাংশ।

 

Previous articleদূরত্ব ঘুচিয়ে চুটিয়ে দাম্পত্য, রাহুলকে কাছে টানার কারণ জানালেন প্রিয়াঙ্কা
Next articleর‍্যাঙ্কিং নয়, সিরাজের লক্ষ‍্য অন‍্য, জানালেন তিনি