Thursday, November 13, 2025

আইনের পক্ষে জোর সওয়াল! নি.জ্জর খু.নে ফের মোদি সরকারকেই কাঠগড়ায় তুললেন ট্রুডো

Date:

ভারতের সঙ্গে কোনওভাবেই লড়াই করতে চায় না কানাডা (Canada)। তবে মোদি সরকারের ভূমিকা যে একেবারেই না পসন্দ তা স্পষ্ট করে দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justine Trudeau)। তবে এমন পরিস্থিতিতে আইন মেনে চলার পক্ষেই সওয়াল করলেন তিনি। ভারত-কানাডা (Indo Canada) দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতা বর্তমানে চরমে পোঁছে গিয়েছে। আর সেই প্রসঙ্গেই এদিন ট্রুডো বলেন, কানাডা সবসময় আইনের শাসনকে সমর্থন করেছে। আর সেকারণেই খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের তদন্তে ভারতের সহযোগিতাও প্রার্থনা করলেন ট্রুডো।

তবে ভারত থেকে কানাডিয়ান কূটনীতিকদের দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মোদি সরকারের ভূমিকা নিয়েও সরব হন তিনি। অভিযোগ, গত কয়েক দিনে ৪০ জন কানাডিয়ান কূটনীতিক নয়াদিল্লির অনুরোধে ভারত ছেড়ে চলে গিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, বড় বড় দেশগুলি যদি এ ভাবে আন্তর্জাতিক আইন ভাঙতে শুরু করে, তবে এই পৃথিবী সকলের জন্য আরও ভয়ানক হয়ে উঠবে। তবে খালিস্তানি নেতা খুনের প্রসঙ্গে ট্রুডো বলেন, প্রথম থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে, কানাডার মাটিতে কানাডার এক নাগরিককে হত্যার সঙ্গে ভারত সরকারের এজেন্টরা জড়িয়ে আছেন। সে বিষয়ে আমরা ভারতের সঙ্গে কথা বলি এবং কঠোর পদক্ষেপের দাবি জানাই। আমেরিকা-সহ আমাদের মিত্র দেশগুলিকে এ বিষয়ে আমরা বললেও এখনও কোনও সদুত্তর পাওয়া যায়নি।

এরপরই কানাডার প্রধানমন্ত্রী জানান, ভারতের সঙ্গে দ্বন্দ্বের পথে হাঁটতে চায় না কানাডা বরং ভারতের সঙ্গে মিলিতভাবে এই খুনের তদন্ত হোক। যদিও খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে ভারতের ভূমিকা রয়েছে কিনা, সেই নিয়ে এখনও কোনও প্রমাণ পেশ করতে পারেননি ট্রুডো।

 

 

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version