Saturday, August 23, 2025

ভোগ রান্না থেকে অতিথি আপ্যায়ন: কালীপুজোয় ঘরোয়া মেজাজে মুখ্যমন্ত্রী, যজ্ঞ অভিষেকের

Date:

প্রতি বছরের মতো এবারও বাড়ির কালীপুজোয় ভোগ রান্না থেকে শুরু করে পুজোর তদারকি অতিথি আপ্যায়ন নিজেই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এদিন অমাবস্যা তিথি দুপুর থেকেই শুরু হয়ে যাওয়ায় সন্ধে থেকেই পুজো শুরু হয় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে অন্যান্য বাড়ির মত এবারও যজ্ঞে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

এমনিতেই নিজেকে বাংলার একেবারে ঘরের মেয়ে হিসেবে রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁর সরল জীবনযাপন যেকোনও রাজনীতিবিদের কাছে উদাহরণ। আর বাড়ির কালীপুজোয় একেবারে বাড়ির মেয়ের মতোই নিজের হাতে মায়ের ভোগ রান্না করেন মমতা। সঙ্গে থাকেন পরিবারের সদস্যরাও। এবারও ভোগ রাঁধেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরের মতো এবছরও দিনভর উপোস করে পুজোর আয়োজন করেছেন তৃণমূল সুপ্রিমো। সন্ধের আগে ছেলেকে নিয়ে উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেয়েকে আজানিয়াকে নিয়ে আসেন রুজিরা।

মমতা, অভিষেক-সহ পরিবারের সদস্যরা মিলে পুষ্পাঞ্জলি দেন। এরপরে যজ্ঞে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সর্বক্ষণই পুজোর তদারকি করেন মমতা। পাশাপাশি, অতিথিদেরও খেয়াল রাখেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির পুজোয় প্রতিবারই উপস্থিত হন রাজ্যের মন্ত্রী, নেতা, আমলা এবং সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। স্ত্রী ও মেয়েকে নিয়ে এসেছেন দেবাশিস কুমার। আসেন সুব্রত বক্সি। এসেছিলেন মন্ত্রী শশী পাঁজা, ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস, অরূপ রায়, মেয়র ফিরহাদ হাকিম। সাংসদ ডেরেক ও’ব্রায়েন, শান্তনু সেনও উপস্থিত ছিলেন।

আসেন আইপিএস অনুজ শর্মা, জাভেদ শামিম, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, বিবেক সহায়, জ্ঞানবন্ত সিং। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে দেখা যায়। ছিলেন রাজীব কুমার, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে শুধু ভিভিআইপিআই নন, এদিন সাধারণ মানুষের জন্যেও মুখ্যমন্ত্রীর বাড়ির দরজা থাকে খোলা। প্রত্যেককে দেওয়া হয় ভোগ।

আরও পড়ুন- সূর্য ডুবতেই আলোর মালায় সাজল দক্ষিণেশ্বর! ভি.ড় বাড়ছে কালীঘাট-তারাপীঠে

 

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version