Tuesday, December 23, 2025

সূর্য ডুবতেই আলোর মালায় সাজল দক্ষিণেশ্বর! ভি.ড় বাড়ছে কালীঘাট-তারাপীঠে

Date:

Share post:

দীপাবলি মানে আলোর রোশনাইয়ে চারপাশ মুখরিত হয়ে ওঠা। রাজ্যজুড়ে ঠিক সেই ছবিটাই ভেসে উঠল। সূর্য ঢুকতেই আলোকমালায় ঝলমলে পুণ্যভূমি দক্ষিণেশ্বর (Dakshineswar) । হলুদ, গোলাপি এবং বেগুনি আলোয় সেজেছে মন্দির চত্বর। দেবী আজ রানির সাজে দর্শন দিয়েছেন। খোলা চুল , বেনারসি শাড়ি, স্বর্ণালংকারে সজ্জিত মা। সকাল থেকেই প্রচুর ভক্ত সমাগম লক্ষ্য করা গেছে ভবতারিণী মন্দিরে। সন্ধ্যা গড়াতেই ভিড় চোখে পড়ার মতো। চলতি বছরের এই মন্দিরের কালীপুজো ১৬৯ বছরে পদার্পণ করল। দক্ষিণেশ্বর মন্দিরে (Dakshineswar Temple) শাক্ত, বৈষ্ণব ও শৈব, তিন ধারার পুজো হয়। রাতের অমাবস্যার পুজোর আগে সন্ধ্যারতি ও বিশেষ পুজোরও আয়োজন করা হয়েছে। গর্ভগৃহ, মূল মন্দির, নাটমন্দির, রাধাগোবিন্দ মন্দির এবং দ্বাদশ শিব মন্দিরের আলোর মালা চোখ টানছে দর্শনার্থীদের।

সতীর ৫১ পীঠের অন্যতম কলকাতার কালীঘাট। আজ গভীর রাত পর্যন্ত এই মন্দির খোলা থাকছে।কিংবদন্তি অনুসারে, সতীর দেহত্যাগের পর তাঁর ডান পায়ের আঙুল পড়েছিল এখানে। আজ কালীঘাটে (Kalighat) মহালক্ষ্মী রূপে শ্যামা মায়ের আরাধনা শুরু হয়েছে। পুজো উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ঘেরাটোপে মন্দির চত্বর, মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।

দীপান্বিতা অমাবস্যাতে ষোড়শপচারে বিশেষ পুজোর আয়োজন মধ্য কলকাতার ঠনঠনিয়া কালী মন্দিরে। যত সময় গড়াচ্ছে দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে ভক্ত সমাগম বাড়ছে। সন্ধেয় নতুন ঘট প্রতিষ্ঠা করে মায়ের পুজো হবে। এটাই লেক কালীবাড়ির বৈশিষ্ট্য।

স্বর্ণালঙ্কারে রাজরাজেশ্বরী বেশে আজ তারাপীঠ মন্দিরে (Tarapith Temple) কালী আরাধনা। এদিন বিকেল ৫ টা পর্যন্ত ভক্তদের পুজো গ্রহণ চললেও তারপর মায়ের সাজের জন্য গর্ভ মন্দিরের দর্শন বন্ধ করে দেওয়া হয়। মা তারার জন্য ১৫ জন অতিরিক্ত পুরোহিত মোতায়েন করে বিশেষ ভোগের আয়োজন করা হয়েছে। নিশি রাতে পুজো হলেও সন্ধ্যা থেকেই গমগম করছে থেকে শুরু করে শ্মশান চত্বর। মন্দিরের চাতালে পর্যন্ত তিল ধারণের জায়গা নেই। সন্ধ্যারতির সময় লুচি-মিষ্টির ভোগ নিবেদন করে তা ভক্তদের বিতরণ করা হবে।

spot_img

Related articles

স্বামীকে হাতুড়ি দিয়ে খুনের পর মিক্সার গ্রাইন্ডারে দেহ টুকরো! ভয়ঙ্কর খুনের ঘটনা ফের যোগীরাজ্যে

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন স্বামী। তারপরেই সিদ্ধান্ত নিলেন স্ত্রী। প্রথমে ঘুমন্ত অবস্থায় স্বামীকে হাতুড়ি মেরে খুন...

গঙ্গাসাগর মেলার প্রশাসনিক প্রস্তুতি দেখতে সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

প্রতিবারের মতো এবারও গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

সমস্যা এড়াতে এবার বোরো অফিস থেকেই জন্ম-মৃত্যুর শংসাপত্রের কপি

SIR প্রক্রিয়াতে যাতে নাগরিকদের ভোগান্তি না হয় সেজন্য শহরের সব বোরো অফিসে খোলা হচ্ছে বিশেষ কাউন্টার। কলকাতা পুরসভার...

তিস্তায় ব়্যাফ্টিং প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ভারতীয় সেনার

শীতের উত্তাল তিস্তায়(Teesta) মর্মান্তিক দুর্ঘটনা। রিভার ব়্যাফ্টিং(Rafting) প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন এক ভারতীয় সেনা। মৃত...