Saturday, November 8, 2025

নজরে তেলেঙ্গানা! ক্ষমতায় আসতে ত.ফশিলি জাতিকেই ‘টা.র্গেট’ মোদির, দ.লিত নেতার কাছে চাইলেন ক্ষ.মা

Date:

সামনেই তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন (Telengana Assembly Election)। আর সেই নির্বাচনকে পাখির চোখ করেই তফশিলি জাতির জন্য বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। তফশিলি জাতির মধ্যে বিভিন্ন গোষ্ঠীর পৃথক সংরক্ষণের (Reservation) বিষয় খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। শনিবার তেলাঙ্গানার সেকেন্দ্রাবাদে একটি জনসভায় বক্তব্য রাখেন মোদি। সেখান থেকেই তিনি বলেন, এতকাল যত রাজনৈতিক দল তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি, তাদের হয়ে আমি ক্ষমা চাইছি। তবে দীর্ঘ তিন দশক ধরে মদিগারা সাব কোটার দাবি জানাচ্ছে অন্ধ্র এবং তেলাঙ্গানায়। তবুও লাভের লাভ কিছুই হয়নি। এবার সেই ইস্যুকে কাজে লাগিয়েই তফশিলি জাতির আবেগে কিছুটা হলেও ঘৃতাহুতি দিলেন প্রধানমন্ত্রী। তবে মোদির এমন ঘোষণাকে ভালোভাবে নেয়নি বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, অনগ্রসর শ্রেণীর মানুষ, বিশেষ করে দলিতদের প্রতি ডবল ইঞ্জিন সরকারের আচরণ প্রশ্নের মুখে। কিন্তু নির্বাচনের আগে সেই শ্রেণীকে ট্রাম্পকার্ড হিসাবে খেলতে চাইলেন নমো।

তবে যদি সাব কোটার বিষয়টি কার্যকর করা হয়, তাহলে তা গোটা দেশেই প্রযোজ্য হবে বলে মনে করা হচ্ছে। তেলাঙ্গানায় আর কয়েকদিন পরই অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। এই আবহে দীপাবলির আগের দিন অর্থাৎ শনির সন্ধ্যায় সেকেন্দ্রাবাদে এক জনসভায় ভাষণ দেন নরেন্দ্র মোদি। আর সেখানেই দলিত নেতা মনদা কৃষ্ণ মদিগাকে জড়িয়ে ধরে ক্ষমাও চান নরেন্দ্র মোদি। পাশাপাশি নমো প্রতিশ্রুতি দেন, যদি বিজেপি তেলাঙ্গানায় ক্ষমতা আসে তাহলে তারা কোনও এক ওবিসি নেতাকেই মুখ্যমন্ত্রী করবে।

পাশাপাশি এদিনের সভা মঞ্চ থেকে কেসিআর-এর সরকারকে তোপ দাগেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, তেলেঙ্গানা এখন ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বিগত ১০ বছর ধরে এই রাজ্যে যে সরকার ক্ষমতায় রয়েছে, তারা তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি। মদিগা জাতিকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা এই তেলাঙ্গানা সরকার পূরণে ব্যর্থ। এদিকে তেলাঙ্গানা গঠনের ক্ষেত্রে কংগ্রেস যে কীভাবে বাধা সৃষ্টি করেছিল, তা কে ভুলে গিয়েছে? তবে এত বলিদানের পর যখন তেলাঙ্গানা গঠন হয়, তখন বিআরএস নেতারা কংগ্রেসের কাছে ছুটে গিয়েছিলেন ধন্যবাদ জানাতে। তাই কংগ্রেস এবং বিআরএস, উভয়ের থেকেই সাবধান থাকতে হবে। এই দুই দলই দলিত বিরোধী। উল্লেখ্য, তেলেঙ্গানার তফশিলি জাতিভুক্তদের মধ্যে মদিগা হল অন্যতম বৃহত্তম জনগোষ্ঠী। ঐতিহাসিক ভাবে মুচি বা মেথরের কাজ করে এসেছে মদিগারা। এই আবহে শনিবারের জনসভা থেকে মদিগা নেতা কৃষ্ণকে ‘নিজের ভাই’ বলে সম্বোধন করেন মোদি।

 

 

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version