চলতি বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে আফগানিস্তান। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও, ভালো খেলে মন জয় করেছে ক্রিকেটপ্রেমীদের। আর এরই মাঝে ফের একবার মন জয় করলেন আফগান ক্রিকেটার রহমানুল্লা গুরবাজ। দীপাবলির আগে আহমেদাবাদের ফুটপাতবাসীদের উপহার দিলেন তিনি। সেই ভিডিও পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স।
১০ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল আফগানরা। সেই ম্যাচে হেরে গিয়েছে তারা। ফলে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা হয়নি। কিন্তু সেই ম্যাচের পরে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, গুরবাজ মধ্যরাতে আহমদাবাদের রাস্তায় ঘোরাঘুরি করছেন। ফুটপাতে যাঁরা শুয়ে রয়েছে তাঁদের পাশে গিয়ে নগদ অর্থ রেখে আসছেন তিনি। সেই একই ভিডিও পোস্ট করেছে কেকেআর।
আরও পড়ুন:নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমে একাধিক রেকর্ড হিটম্যানের